Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি হ্রাস করুন

পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের জেনারেল ম্যানেজার সম্মেলন-২০১৭

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : তথ্যপ্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে দুর্নীতি হ্রাস করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে হবে।
এজন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনাসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়ন করতে হবে।
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৭৯টি পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের জেনারেল ম্যানেজার সম্মেলন-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সম্মেলন চলবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সহজ করবো পদ্ধতি-দ্রুত দিব সংযোগ’।  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন।
সম্মেলনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাঠ পর্যায়ের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের সভাপতি, জেনারেল ম্যানেজার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে স্থায়ী কমিটির সভাপতি বলেন, তথ্য-প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে দুর্নীতি হ্রাস করা সম্ভব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দুর্নীতি কমলে বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। তিনি দ্রুততার সাথে শিল্প ও বাণিজ্যিক সংযোগ প্রদান, দুর্নীতি প্রতিরোধ, লোডশেডিং সমস্যা নিরসন ও শতভাগ উপজেলা বিদ্যুতায়নের উপরও গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বাপবিবোর্ডের বর্তমান কার্যক্রমের প্রশংসা করেন এবং স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনাসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
সম্মেলন উপলক্ষে বাপবিবোর্ডের চেয়ারম্যান একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। উক্ত পাওয়ার পয়েন্টে সমিতিসমূহের বর্তমান অবস্থা, এ যাবৎ অর্জন, ব্যর্থতা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ, শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে দ্রুত বিদ্যুৎ সংযোগ, লাইন নির্মাণ ও উপজেলা শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা, লক্ষ্যমাত্রা ও প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন ও কেপিএ অর্জনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে বাপবিবোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ-‘ঘরে ঘরে বিদ্যুৎ’ কর্মসূচি বাস্তবায়নের জন্য ডিসেম্বর-১৫ থেকে উপজেলাভিত্তিক শতভাগ এলাকা পর্যায়ক্রমে বিদ্যুতায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ৬টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন। বর্তমানে আরো ২৫টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে।
আরইবি চেয়ারম্যান বলেন, এভাবে পর্যায়ক্রমে ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ মোট ৪৬০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য ৩৬ হাজার ৯১২ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে ১৬টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে এবং আরও ৭টি প্রকল্প বিবেচনাধীন আছে। বর্তমানে এ প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ১ কোটি ৭৮ লাখ। আগামী জুন’১৭ মাসে আরো নতুন ২২ লাখ পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। এতে গ্রাহক সংখ্যা হবে ২ কোটি।
আরইবি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্যাপক সফলতার কারণে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ২০১৬ সালে অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহে বাপবিবো দেশের সেরা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করে। ডিজিটাল কার্যক্রমের আওতায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে অনলাইনে বিদ্যুৎ সংযোগ আবেদন গ্রহণ করা হচ্ছে। ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে ই-জিপি টেন্ডারিং পদ্ধতি চালু করা হয়েছে। ইজিবাইকের ব্যাটারি চার্জিং-এর জন্য বাপবিবোর্ড ইতোমধ্যে ৮টি সোলার চার্জিং স্টেশন নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছে। তন্মধ্যে ৪টি সম্পন্ন হয়েছে।
মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, এছাড়াও ৪০টি সোলার সেচ পাম্প স্থাপনের পাশাপাশি আরও ২ হাজার সোলার সেচ পাম্প স্থাপনে প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাপবিবোর্ডের  উদ্যোগে ২০১৬-১৭ অর্থ-বছরে ৩৫ হাজার কিলোমিটার লাইন এবং ৮৪টি উপকেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ