Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের শত্রুদের পদদলিত করে পিষে ফেলতে হবে -এইচটি ইমাম

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের শত্রুদের পদদলিত করে পিষে ফেলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। দেশ যাতে শান্তিতে থাকে সেই ব্যবস্থা করার অনুরোধও করেছেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এই আহ্বান জানান এইচটি ইমাম।
এইচটি ইমাম বলেন, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুখী হন এবং দেশের শত্রু যারা তাদের পদদলিত করে নিষ্পেষিত করুন।
বিভিন্ন সভা-সেমিনারের বক্তাদের সমালোচনা করে এইচটি ইমাম বলেন, আমরা সবসময়ই বলি বাংলাদেশ চিরজীবী হোক। কিন্তু অনেকেই বলে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী তো মানুষ হতে পারে, দেশতো চিরঞ্জীব। সব সময়ই থাকবে। পৃথিবীর অন্য কোনো দেশ থাকুক আর না থাকুক বাংলাদেশ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যেভাবে মাথা উঁচু করে থাকার শিক্ষা দিয়ে গেছেন সেই অনুযায়ীই থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ মস আরেফিন সিদ্দিক বলেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সকল সিদ্ধান্ত নিচ্ছেন তা দুঃখজনক। আমরা চাই পৃথিবী আরও বিশ্বায়নের দিকে যাবে। যুক্তরাষ্ট্রের আজকের যে অবস্থান সেখানে বাংলাদেশসহ বহু দেশের প্রবাসীদের ভূমিকা আছে। সেখানে এখন যেভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আসছে তা মেনে নেয়া যায় না।
একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন একুশে হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান ভূইয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ