পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাটারায় গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৪ সদস্যের মধ্যে নাদিরা বেগম (৫৫) ঘটনার ৪ দিন পরে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকাকালে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, গত রোববার ভাটারা থানাধীন খিলবাড়ীরটেকের ১০৭৯ নং হোল্ডিংস্থ ৫ম তলা ভবনের দোতালার বাসায় গ্যাসের পাইপের ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে ঘরের ভেতর জমে যায়। ঘটনার রাতে নাদিরা মশা মারার ইলেকট্রিক ব্যাট চালু করার সাথে সাথে আগুনের স্ফুলিঙ্গ গ্যাসের সংস্পর্শে গিয়ে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নিহত নাদিরা ও তার স্বামী শহিদুল ইসলাম, দুই ছেলে জিহাদ ও মোরশেদ দগ্ধ হন। ঘটনার পর পরই তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকেই সংকটাপন্ন ছিলেন নাদিরা বেগম। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান। এছাড়া আহতদের মধ্যে শহিদুল ইসলামের শরীরের ১৫, মোরশেদের তিন ও জিহাদের ৩০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।