Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি মাসেই পরিদর্শন সম্পন্ন করবে সিভিল এভিয়েশন বিদেশী তহবিল সংগ্রহের কাজও শেষ পর্যায়ে

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি মাসের মধ্যেই বিভিন্ন দেশে কেনা এয়ার ক্রাফটগুলো পরিদর্শন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তাছাড়া ভারতে একটি এবং পাকিস্তানে একটি উড়োজাহাজ কোয়ালিফাইং করার জন্য পাঠানো হয়েছিল সেগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। গত মাসের ৯ তারিখ সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সাথে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নতুন বিমানগুলো আনার ক্ষেত্রেও যত দ্রুত সম্ভব ডেলিভারি পয়েন্টে টিম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমরা আশা করছি চলতি মাসের মধ্যেই একটি বড় অগ্রগতি আপনাদের কাছে দৃশ্যমান হবে। গতকাল দুপুরে কথাগুলো বলেছেন ইউনাইটেড এয়ারের ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরী। তিনি জানান, সিভিল এভিয়েশনের পরিদর্শন সম্পন্নের পত্র হাতে পেলেই আমরা নতুন বিমানগুলোর উড্ডয়নের জন্য মন্ত্রণালয়ে আবেদন করবো। আমাদের ধারণা, এ সময়ের আগেই আমাদের বর্তমান বহরে যে ৭টি বিমান উড্ডয়নের জন্য একেবারেই প্রস্তুত অবস্থায় আছে সেগুলোর সাথে ভারত ও পাকিস্তান থেকে দুটি বিমান এসে যোগ দিতে পারবে। একই সময়ে আমরা আমাদের স্থানীয় ঋণগুলোও পরিশোধ করতে সক্ষম হবো আশা করছি। এদিকে কোম্পানির জন্য ৩১২ কোটি টাকার তহবিল যোগানোর জন্য বিএসইসির অনুমোদন লাভের পর স্থানীয় কয়েকটি লিজিং কোম্পানির সহযোগিতায় বেশ কয়েকটি বিদেশী গ্রুপের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় কোম্পানির আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি জানান, বিদেশী একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। কয়েকদিনের মধ্যেই আমরা শেয়ার দর চূড়ান্ত করে তাদের সাথে চুক্তি সই করতে পারবো ইনশাআল্লাহ। Ñওয়েবসাইট

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ