Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরইবিতে আজ শুরু ৩ দিনের মহাব্যবস্থাপক সম্মেলন

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দ্রুত লাইন নির্মাণ ও গ্রাহক সংযোগ, উন্নত গ্রাহকসেবা, দুর্নীতি প্রতিরোধ লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ উপলক্ষে প্রতিবারের মতো আজ ৩ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী জেনারেল ম্যানেজার সম্মেলন ও পিটিএ আয়োজন করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো বা আরইবি)। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিতরণ সংস্থার প্রধানরা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে বাপবিবোর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলাভিত্তিক শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাপবিবোর এ ইতিবাচক প্রভাব দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
বাপবিবোর আওতায় বর্তমানে ৭৯টি পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশের গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের কাজে নিয়োজিত। ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ কর্মসূচি প্রধানমন্ত্রীর একটি উদ্ভাবনী উদ্যোগ। এটি বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বর ২০১৫  থেকে উপজেলাভিত্তিক শতভাগ এলাকা পর্যায়ক্রমে বিদ্যুতায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী এরই মধ্যে ছয়টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন। ২০১৬ সালের ডিসেম্বরে আরো ২৫টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে, যা অচিরেই উদ্বোধন করা হবে বলে আরইবি জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা অর্জনে চলমান অর্থবছরে ১৪৬টি উপজেলা ও আগামী অর্থবছরে ৩১৪টি উপজেলায় বিদ্যুতায়ন করা হবে। এভাবে ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ মোট ৪৬০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ৩১ হাজার ২৬ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে মোট ১৪টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এছাড়া আরো সাতটি প্রকল্প বিবেচনাধীন আছে।
বর্তমানে বাপবিবোর গ্রাহক সংখ্যা ১ কোটি ৭৫ লাখ। আগামী জুনে আরো নতুন ২৫ লাখ পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। এতে গ্রাহক সংখ্যা হবে দুই  কোটি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্যাপক সফলতার কারণে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ২০১৬ সালে অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহে বাপবিবো দেশের সেরা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করে।
পল্লী বিদ্যুতায়নের বিশাল কর্মযজ্ঞের ফলে পল্লী অঞ্চলে শিল্পায়নের বিকাশ ঘটেছে। এতে বিপুলসংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আর্থিক কর্মকা-ে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে দেশের জিডিপির সাড়ে ৭ শতাংশ অগ্রগতিতেও প্রভাব রাখছে পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ