Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সহযোগিতা করছে বাংলাদেশ -বার্নিকাট

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


কক্সবাজার অফিস : মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
তিনি বলেছেন, প্রতিটি মানুষেরই দায়িত্ব রোহিঙ্গাদের সহায়তা করা। আমি জানি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ছাড়াও অনেক দেশ মিয়ানমারের এই পরিস্থিতি শান্ত করার জন্য কঠোর পরিশ্রম করছে। বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্ঠিত জাগো ফাউন্ডেশন আয়োজিত ন্যাশনাল উইথ অ্যাসেম্বলি ২০১৭-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বার্নিকাট আরো বলেন, যেসব রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে তারা সবাই যেন নিরাপদে থাকতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও তাদের প্রয়োজনে মানবিক সহায়তা, চিকিৎসাসেবা এবং শিক্ষার সুবিধা দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের ৮ বিভাগের ২০০ যুব প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এই অ্যাসেম্বলির দ্বিতীয় দিনে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
এর আগে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা  রোহিঙ্গা নারী-শিশু পুরুষদের পরিস্থিতি জানতে এবং শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে গত সোমবার (৩০ জানুয়ারি) বিকালে বিশেষ বিমানে করে বার্নিকাটসহ ৯ সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছেন। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলটি টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখান থেকে লেদার অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরও পরিদর্শনে যান তিনি।
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে গত ২৮ জানুয়ারি বাংলাদেশে আসেন কফি আনান কমিশনের তিন সদস্য। তারা হলেনÑ মিয়ানমার নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসাম সালাম। এরপর গত ২৯ ও ৩০ জানুয়ারি তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বর্ণনা শোনেন।
এদিকে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট রোহিঙ্গা শিবির পরিদর্শন ছাড়াও কক্সাবজারের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি গত বুধবার কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাস্টার্স মাদরাসা, আদর্শ মহিলা কামিল মাস্টার্স মাদরাসা ও রামুর একটি বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৫৬ পিএম says : 0
    আমি মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে জানাই ধন্যবাদ। তিনি বাংলাদেশ সরকারের রোহিঙ্গাদের প্রতি যে সহানুভূতি যে কারনে বাংলাদেশ নিজেই বিভিন্ন সমস্যায় জর্জরিত তারপরও গত ২০১২ সাল থেকে এযাবৎ মায়ানমারের সামরিক জান্তার অত্যাচারের কারনে দেশত্যাগে বাধ্য রোহিঙ্গা মুসলিমদেরকে নিজের ভূমিতে শরনার্থি হিসাবে রেখে তাদেরকে থাকা, খাওয়া, বস্ত্র সহ সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করে আসছে এটা মার্কিন মুল্লুক আরেকবার মেনে নিল। আমি আশাকরব বার্নিকাট এখন বাংলাদেশের পাঁশে দাঁড়িয়ে আওয়ামী লীগ সরকারকে এই সমস্যা সমাধানের জন্য সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করবে। আমি আরো আশা করছি মার্কিন প্রেসিডেন্ট ট্র্যাম্প বাংলাদেশের পাঁশে থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে সাহায্য ও সহযোগিতা করবে। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ