Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্বালানি চাহিদা পূরণে বাপেক্স সংস্কারের পরামর্শ

ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাপেক্সকে শক্তিশালীকরণ এবং কয়লানীতি সংস্কারের মাধ্যমে নিজস্ব কয়লা দিয়ে জ্বালানি চাহিদা পূরণের পরামর্শ দিয়ে সরকারকে উদ্দেশ করে ডিসিসিআইর সভাপতি বলেছেন, এ কাজের জন্য বাপেক্সকে শক্তিশালী করতে হবে। প্রয়োজনে সংস্কার করতে হবে। ২০১৭ সালে ডিসিসিআইয়ের কর্ম পরিকল্পনা নিয়ে গতকাল (বৃহস্পতিবার) সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান।
তিনি বলেন, আমাদের এখানে জ্বালানি চাহিদা প্রচুর। এ চাহিদা পূরণে আমদানি নির্ভরতা কমাতে নিজস্ব খনির সন্ধান এবং সেখান থেকে জ্বালানি দ্রব্য উত্তোলনে গুরুত্ব দিতে হবে। বর্তমানে যে পরিমাণে গ্যাসের চাহিদা রয়েছে- তা মেটাতে নতুন কূপ খননই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিৎ। ঢাকা  চেম্বারের সভাপতি বলেন, শুধু বাপেক্সকে শক্তিশালীকরণ এবং সংস্কার করে জ্বালানি চাহিদা পূরণ সম্ভব হবে না। আমাদের কয়লানীতিরও সংস্কার করতে হবে। কয়লা আমদানি নিভর্রতা কমানোর দিকে দৃষ্টি দিতে হবে। নিজস্ব কয়লা দিয়ে চাহিদ পূরণ করতে হবে।
আবুল কাশেম বলেন, যে কোনো মূল্যে আমাদের জ্বালানি চাহিদা মেটাতে হবে। কীভাবে তা করা যায়- এর রূপরেখা  তৈরি করতে হবে সরকারকেই। তিনি বলেন, আমাদের এখানে আশানুরূপ বিদেশি বিনিয়োগ হচ্ছে না। ভারত, পাকিস্তান, জাপান এবং ভিয়েতনামের তুলনায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ অনেক কম। এটি বাড়াতেও সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।
ডিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে যেখানে ৮৮ শতাংশ মানুষ যোগাযোগ ব্যবস্থার জন্য সড়ক পথ ব্যবহার করে,  সেখানে মাত্র ৪ শতাংশ মানুষ রেল এবং ৮ শতাংশ মানুষ নদী পথ ব্যবহার করে। নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে  রেল ও নৌ যোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এ ছাড়া সঠিক পরিকল্পনার অভাবে এবং মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপের কারণে ঢাকা শহরে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তাই ঢাকাভিত্তিক প্রশাসনের বিকেন্দ্রীকরণ জরুরি। ঢাকামুখী জনস্রোত বন্ধ করতে অন্যান্য জেলা শহরেও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, অবকাঠামো, ব্যবসা পরিচালনা ব্যয় বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, ১২টি পিপিপি প্রকল্প, ঘন ঘন পলিসি পরিবর্তন এবং ২৫ লাখ মানুষের চাকরির বাজারে সংযুক্তি লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সামনে মূল চ্যালেঞ্জ। এ সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের পরিচালকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ