পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অমর একুশে গ্রন্থমেলা
এহসান আব্দুল্লাহ : বইমেলার দ্বিতীয় দিনেও তেমন সচল হতে পারেনি মেলা প্রাঙ্গণ। উল্লেখ করার মতো দর্শনার্থী না থাকলেও যারা এসেছে তাদের আনাগোনা জমে উঠছে বহুল পরিচিত স্টলগুলোকে কেন্দ্র করেই। বেলা বাড়ার সাথে সাথে ধীর গতিতে বাড়ছে দর্শনার্থীর ভিড়। এখনো কোন উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়নি বইমেলাকে কেন্দ্র করে, বইমেলা ঘুরে দেখা যায় এখনো সেজে উঠতে পারেনি সব স্টল। বেশ কয়েকটি স্টলই তাদের কাজ সম্পন্ন করে উঠতে পারেনি। অনেক স্টলে আসেনি নতুন বই, মাত্র অল্প কিছু বই নিয়েই তারা স্টল সাজিয়ে রেখেছে। ফলে তারা কোন দর্শনার্থী টানতে পারছে না। ছোট ছোট স্টলগুলো এখনো কোন কাজই শেষ করতে পারেনি। লিটলম্যাগ চত্বরেও তেমন সাজেনি স্টলগুলো, অনেকগুলো স্টলই এখনো তাদের সাজ-সজ্জার কাজ সম্পূর্ণ করতে পারেনি একেবারেই। বাংলা একাডেমি নির্মিত টিনের ছাউনির নিচেই চলছে তাদের কাজ। তেমনি এক স্টলের বিক্রয়কর্মী বলেন, আসলে আমরা আমাদের বাজেটের সঙ্কটে এখনো স্টল সাজাতে পারিনি। এমনিতে ছোট স্টল তাই লোকজন তেমন একটা না আসায় এখনো কোন তাগিদ পাচ্ছিনা।
বইমেলার দ্বিতীয় দিনে নতুন বই এসেছে বেশ কিছু। এর মাঝে রয়েছে লেখক ও সাহিত্যিক মরহুম হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের লিখা হুমায়ূন সঙ্গীত-এর সংকলন বই ‘নদীর নামটি ময়ুরাক্ষী’। এখানে লেখিকা হুমায়ূন আহমেদের লেখা গানগুলোকে একসাথে করার প্রয়াস করেছেন, বইটি প্রকাশ করেছে কাকলী প্রকাশনী। অনুপম প্রকাশনী থেকে বেরিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই মোরশেদ শফিউল হাসানের ‘প্রসঙ্গ মুক্তিযুদ্ধ’ ও ড. রশিদুন নবী এবং শাহীনুর রেজার সম্পাদনায় বাংলা গানের বিবর্তন নিয়ে লেখা বই ‘হাজার বছরের বাংলা গান সংগ্রহ’। মাওলা ব্রাদার্স থেকে আনিসুজ্জামানের সম্পাদনায় মরহুম সাংবাদিক এবিএম মূসার কর্ম ও জীবন নিয়ে সংকলিত বই ‘এবিএম মূসা স্মারকগ্রন্থ’।
এবারের বইমেলায় প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের একটি করে বই। ‘ছাত্রলীগের ইতিহাস’ শিরোনামে একটি বই লিখেছেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, বইটি প্রকাশ করেছে শব্দশৈলী প্রকাশনী। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের লেখা বইয়ের নাম ‘আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ’, বইটি প্রকাশ করেছে মাতৃভূমি প্রকাশন। এছাড়াও রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘সোনালী দিনগুলি’, বইটি প্রকাশ করেছে চন্দ্রবতী একাডেমি। রবার্ট পেইনের লেখা ‘পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু’ শিরোনামের গ্র্রন্থটির অনুবাদ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বইটি প্রকাশ করেছে চারুলিপি।
তবে এখনো সব প্রকাশনী তেমন কোন নতুন বই না আনাতে পাঠকরা শুধু ঘুরে দেখছেন বইমেলা। তেমনি জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউছার আহমেদ। তিনি বলেন, আজকে তেমন নতুন কোন বই দেখিনি। আসলে আমার উপন্যাসধর্মী বই পছন্দ তাই আরো কিছুদিন অপেক্ষা করবো নতুন বইয়ের জন্য, তারপর কিনবো। আজ ঘুরতে আসলাম আর দেখে যাচ্ছি, কি কি বই কিনতে পারি তার একটা তালিকা করবো।
বইমেলায় আজকে আরো এসেছে ১টি গল্পগ্রন্থ, ২টি কবিতা গ্রন্থ, ১টি ছড়ার বই ও বঙ্গবন্ধুর ভাষণের শ্রুতিলিপি নিয়ে ওঙ্কার নামে একটি বই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।