Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রথম দিনে অনুপস্থিত সাড়ে আট হাজার, বহিষ্কার ১৬

এসএসসি পরীক্ষা

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৮ হাজার ৫২০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ১৪ জন শিক্ষার্থী। তবে প্রথম দিনে কোন পরীক্ষক বহিষ্কার হয়নি। গতকাল (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ সব তথ্য জানা গেছে। গতকাল থেকে শুরু হওয়া এসএসসি প্রথম দিন সকাল ১০টা থেকে সাধারণ বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃৃতি, মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, সাধারণ আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ছিলো সবচেয়ে বেশি। এ বোর্ডে ১ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে বহিষ্ক‹ারের সংখ্যা ছিলো মাত্র ১ জন। অন্যদিকে, অনুপস্থিতির হিসাবে কুমিল্লা বোর্ডে দ্বিতীয় অবস্থানে ৭১৬ জন। যশোর বোর্ডে ৪৩২ জন, রাজশাহী বোর্ডে ৪৩১ জন, দিনাজপুর বোর্ডে ৩৬৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৩২৫ জন, বরিশাল বোর্ডে ২৯৪ জন ও সিলেট বোর্ডে ২৬৫ জন অনুপস্থিত ছিলো। অন্যদিকে, অনুপস্থিতির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মাদরাসা বোর্ড। এ বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ৩ হাজার ২১২ জন। আর শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন ৫ জন। এ ছাড়া কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ২৩৭ শিক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ১০ জন। এবার সারাদেশে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করা হয়েছে। বিদেশে কেন্দ্র রয়েছে আটটি, যেখানে শিক্ষার্থী সংখ্যা ৪৪৬ জন। আটটি সাধারণ বোর্ডে এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ২ হাজার ২৯৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৭ লাখ ২৩ হাজার ৬০১ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী দুই লাখ ৫৬ হাজার ৫০১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসিতে (ভোকেশনাল) এক লাখ চার হাজার ২১২ জন পরীক্ষার্থী অংশ নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ