Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সচিব পদে বড় রদবদল নতুন অর্থ সচিব হেদায়েতুল্লাহ মামুন

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সচিব পদে বড় ধরনের রদবদলে নতুন অর্থ সচিবের দায়িত্ব পেয়েছেন হেদায়েতুল্লাহ আল মামুন। সিনিয়র সচিব হিসেবে এতদিন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি সিনিয়র সচিব মাহবুব আহমদের স্থলাভিষিক্ত হবেন।  প্রশাসনের গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনরত সিনিয়র সচিব মাহবুব আহমদের চুক্তির মেয়াদ গত ২৯ ডিসেম্বর শেষ হয়। ডাক ও টেলিযোগাযোগ দফতরের দায়িত্ব হারিয়েছেন ফয়জুর রহমান চৌধুরী। ফয়জুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ থেকে সরিয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিবের দায়িত্বে এসেছেন শ্যাম সুন্দর সিকদার। তিনি এতদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ছিলেন। শ্যাম সুন্দরকে পরিবর্তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে শূন্য স্থানে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরীকে। তিনি এতদিন ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গতকাল বুধবারের তিনটি প্রজ্ঞাপনে সচিব পর্যায়ের মোট ১৩ জনের দায়িত্বে পরিবর্তন আনা হয়। এর মধ্যে সুবীর কিশোরসহ অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদকে একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি এই মন্ত্রণালয়কে ভেঙে দু’টি বিভাগ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব করা হয়েছে। পিএসসির সচিব মো. নূরুন নবী তালুকদার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ায় এ পদটি খালি হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বোসকে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতারকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে।
এনজিও বিষয়ক ব্যুরোরর মহাপরিচালক মো. আসাদুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সমবায় অধিদফতরের নিবন্ধক মো. মফিজুল ইসলামকে আইএমইডির ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ