পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সংবাদদাতা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, কক্সবাজারে অবস্থানরত ও নিবন্ধিত মিয়ানমার নাগরিকদের অস্থায়ীভাবে নোয়াখালীর হাতিয়া এলাকায় নিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মিয়ানমার নাগরিকদের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদেরকে অস্থায়ী ওই ক্যাম্পে রাখা হবে। বিদেশি গণমাধ্যমে রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশিত হচ্ছিল। ওই সমস্ত রিপোর্ট প্রকাশের পর গতকাল বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার দফতরে সাংবাদিকদের ডেকে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারে নবাগত রোহিঙ্গাদের চাপ বেড়ে যাওয়া এবং আগে থেকে সেখানে ৩২ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরনার্থী এবং প্রায় ৩ লাখ অনিবন্ধিত মিয়ানমার নাগরিক দীর্ঘ সময় ধরে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে নানা ধরনের সঙ্কট বিশেষত; ত্রাণসঙ্কুলান না হওয়ার প্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।