Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুনের মধ্যে তফসিলি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

তাকী মোহাম্মদ জোবায়ের : আগামি জুনের মধ্যে তফসিলি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এজন্য প্রয়োজনীয় মূলধন যোগানোর ব্যবস্থা চূড়ান্ত হয়েছে। অনুমোদন করা হয়েছে নতুন জনবল কাঠামো।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন করে সরকার। এটি একটি বিশেষায়িত ব্যাংক আইন। আইন অনুযায়ী, প্রবাসে যাওয়া ও প্রবাস থেকে ফিরে এসে দেশে আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য অর্থায়ন করাই ব্যাংকটির মূল কাজ। বাণিজ্যিক কোনো কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ নেই এই ব্যাংকের। ওই আইনের অধীনে ২০১১ সালে ২০ এপ্রিল ব্যাংকটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এই বিশেষায়িত ব্যাংক আইন থেকে সরে এসে তফসিলি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ব্যাংকটি। এতে ৫৫টি শাখার ব্যাংকটি প্রবাসীদের ঋণ দেয়ার পাশাপাশি করতে পারবে সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম। ব্যাংক হিসাব খোলা থেকে শুরু করে সব খাতেই ঋণ দিতে পারবে ব্যাংকটি।
বর্তমানে ব্যাংকটির মূলধন ১শ’ কোটি টাকা। বিশেষায়িত থেকে তফসিলি ব্যাংক হতে আরও ৩শ’ কোটি টাকা মূলধন লাগবে। ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন সংশোধন করে পরিশোধিত মূলধন ১শ’ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪শ’ কোটি টাকা করা হয়েছে। গত ১ আগস্ট এ বিষয়ে সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।
তফসিলি ব্যাংক হতে প্রয়োজনীয় অর্থের একাংশ যোগান দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েজ আর্নার্স তহবিল থেকে, বাকি অংশ দেবে অর্থ মন্ত্রণালয়। কোনো মন্ত্রণালয় কত টাকা দেবে তা প্রায় চূড়ান্ত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হিসেবে নুরুল ইসলাম বিএসসি দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহ পর এক আধা সরকারি পত্রে ব্যাংকটিকে বিশেষায়িত থেকে তফসিলি ব্যাংকে রূপান্তরের অনুরোধ করেন। মন্ত্রীর ওই অনুরোধে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নীতিগত সম্মতি দেয়। পরামর্শ দেয় পরিশোধিত মূলধন বাড়ানো ও বাণিজ্যিক এলাকায় প্রধান কার্যালয় স্থাপনের।
অর্থমন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরই পুরোদমে কাজ শুরু হয় ব্যাংকটিকে তফসিলি করতে। আইন সংশোধন করে পরিশোধিত মূলধন বাড়নো হয়। অনুমোদন করা হয় নতুন জনবল কাঠামো। জমি খোঁজা হয় মতিঝিল এলাকায়।
এ প্রসঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম মাসরুরুল হুদা সিরাজী ইনকিলাবকে বলেন, সবকিছু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি আগামি জুনের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক তফসিলী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে। এতে ব্যাংকটির কর্মপরিধি বাড়বে যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি প্রবাসীদের স্বার্থও সংরক্ষিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ