Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মাস পর বাড়ি ফিরলেন খাদিজা

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খলিলুর রহমান, সিলেট অফিস : দেখতে দেখতে পেরিয়েছে চার মাস। অবশেষে ফুরিয়েছে প্রতীক্ষা, দীর্ঘশ্বাস। চার মাস পর নিজের বাড়িতে ফিরেছেন কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস। গতকাল বুধবার বিকেলে আপনালয়ে পৌঁছান তিনি। বাড়ি ফেরার পর তার মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। আপনজনদের কাছে পেয়ে কিছুটা যেন উৎফুল্ল ছিলেন তিনি। গতকাল বুধবার বেলা আড়াইটায় ভাই শাহীন আহমদের সাথে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান খাদিজা। পরে ২টা ৪০ মিনিটে বিমানবন্দরে থাকা বাবা মাসুক মিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সাড়ে ৩টার দিকে গিয়ে পৌঁছান সিলেট সদর উপজেলার হাউশায় গ্রামের নিজ বাড়িতে। বাড়ি ফেরার পর খাদিজার চোখেমুখে যেন আনন্দ খেলা করছিল। প্রায় চার মাস পর আপনজনদের কাছে পেয়ে, নিজের আপনালয়ে ফিরতে পেরে যেন পরম শান্তি অনুভব করছিলেন তিনি।
খাদিজার বাবা মাসুক মিয়া ও ভাই শাহীন আহমদ বলেন, ডাক্তারদের অনেক বলেকয়ে খাদিজাকে এক সপ্তাহের জন্য বাড়িতে আনা হয়েছে। এখানে কিছুদিন থাকলে সে দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে। তবে এক সপ্তাহ পর তাকে আবার সিআরপিতে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে বের হলে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় খাদিজাকে। ওইদিন রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার স্কয়ার হাসপাতালে। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে গত বছরের ২৮ নভেম্বর খাদিজাকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে নিজের বাড়িতে ফিরেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ