Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৮টি সাইবার ক্যাফে আইএসপি’র লাইসেন্স বাতিল

নবায়ন না করার জের

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : লাইসেন্স নবায়ন না করায় ৩৮টি সাইবার ক্যাফে ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল (বুধবার) বিটিআরসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতিষ্ঠান লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নবায়নের আবেদন করেনি। ফলে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স অবৈধ ও অকার্যকর হয়েছে। বিটিআরসি থেকে ইস্যু করা ‘আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্স’ এর শর্তানুযায়ী আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নবায়নের আবেদন করার বিধান রয়েছে। টেলিযোগাযোগ আইন অনুযায়ী, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের অধীনে সকল কার্যক্রম সম্পাদন অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এই প্রতিষ্ঠানগুলোকে সকল প্রকার আইএসপি সংক্রান্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কাছে কমিশনের পাওনা বকেয়া আগামী একমাসের মধ্যে পরিশোধ করতে বলেছে বিটিআরসি। বকেয়া পরিশোধ না করলে আইন অনুযায়ী মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বিটিআরসি।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ম্যাট্রিক্স অনলাইন, গ্লোবাল সফট সাইবার ক্যাফে, ইউনিলিংক, এরিকসন টেকনোলিসি, এসএসএন টেকনোলজি, এএসকে নেট টেকনোলজি, নেটগেট অনলাইন, হাইটেক অনলাইন, এনএসএম সফটওয়্যার, অ্যাপপলো কম্পিউটার, সাইবার ওয়াল্ড লিংক, দি কম্পিউটার, টেকপার্ক, রিলায়েন্স নেটওয়ার্ক, স্টার কম্পিউটার এন্ড নেটওয়ার্ক, সিলিকন, হাইলিংক কম্পিউটার, থ্রিজি নেটওয়ার্ক টেকনোলজি, অপটিক টেকনোলজি, ইন্টারপিড ইন্টারন্যাশনাল, ইজিনেট সিস্টেম, এম টেল, ফিউচার কমিউনিকেশন, ওয়াইড ম্যাক্স কমিউনিকেশন, প্রতিভা কম্পিউটার, স্পিডনেট সাইবার ক্যাফে, ফারহার সাইবার ক্যাফে, স্মার্ট সাইবার ক্যাফে, বিসনেসোন, লিংক নেট। গ্লোবাল সাইবার ক্যাফে, আযিলা নেটওয়ার্ক, বাংলাস্পিড নেট, নেইন কমিউনিকেশন, ডিজাইন আইডিয়া, পল্ববী বিসনেস সার্ভিস, ঢাকা সিটি লিংক, নো ওয়্যার বিডি, এস এম কম্পিউটার ইনস্টিটিউট, মাইক্রো লিডস লিমিটেড, অনলাইন লিংক, গ্রিন কমিউনিকেশন এন্ড সাইবার ক্যাফে, চার্টাড কম্পিউটার, ডট কম, নেক্সস্ট নে কম্পিউটার, সাইবার ইন, গো ফাস্ট সাইবার ক্যাফে, নোভা সাইবার ক্যাফে, সিসিটি সাইবার ক্যাফে। নিউ ইয়াহু সাইবার ক্যাফে, দেশ সাইবার ক্যাফে, ইসা সাইবার ক্যাফে, আলিফ ইনফোটেক, জিনিয়াস সাইবার নেট, ডলফিন সাইবার ক্যাফে, কম্পু মি, ইউনিক কম্পিউটার এডুকেশন, সাইবার জোন সাইবার ক্যাফে, টেলিকম মিডিয়া সার্ভিস, সাইনোনাম সলুশন, লাইভস সাইবার ক্যাফে, এসডিওটি নেট সাইবার ক্যাফে, গাউসিয়া অনলাইন, রংপুর নেট, ইজন, বিবাড়িয়া নেট এবং লারিনযো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ