Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঘুষের টাকাসহ তেজগাঁও সিএসডির কর্মকর্তা গ্রেফতার

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঘুষ নেয়ার সময় হাতেনাতে একজন রেশনিং কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দদুক)। বুধবার বিকেলে তার দপ্তর থেকে তাকে গ্রেফতার করে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল। গ্রেফতার ওই কর্মকর্তার নাম মোসাম্মত বিউটি বেগম। তিনি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য গুদামের (সিএসডি) এরিয়া রেশনিং কর্মকর্তা।
দুদক সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় সরকারের ওএমএস (ট্রাক সেল) পদ্ধতির তিনটি ডিলারশিপ পরিচালনা করেন মোস্তফা। তিনি অভিযোগ করেন, সিএসডির রেশনিং কর্মকর্তা বিউটি বেগমের কাছে পাঁচটি ডিও ইস্যুর জন্য পাঁচটি ট্রেজারি চালান জমা দেন। কিন্তু ওই রেশনিং কর্মকর্তা প্রতিটি ডিওর জন্য ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে দুদকে অভিযোগ করেন মোস্তফা।
সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর সব আইনি প্রক্রিয়া শেষে ঘুষ নেয়ার সময় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের জন্য ১২ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। গতকাল (বুধবার) বিকেল থেকে বিশেষ দলের সদস্যরা সিএসডি কার্যালয়ের চারপাশে ওঁৎ পেতে থাকেন। বিকেল ৩টা ৪০ মিনিটের সময় বিউটি বেগমকে তার দপ্তর থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে আরও ৫২ হাজার ৯০০ টাকা পাওয়া যায়।
এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ