Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট কোর্টের ৯ আইনজীবীকে শোকজ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাস কক্ষ ভাঙচুরের সঙ্গে জড়িতদের শোকজ দেয়া হয়েছে। আইনজীবীদের স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে অভিযুক্ত নয়জনের নামে শোকজ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার চলাকালীন এজলাস কক্ষ ভাঙচুর করেন বেশ কয়েকজন আইনজীবী। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টিকে আমলে নিয়ে এ ঘটনার কারণ জানতে আজ বুধবার অভিযুক্ত ব্যক্তিদের শোকজ জারি করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তাদের মধ্যে রয়েছেন, আইনজীবি জান্নাতুল ফেরদৌস মুক্ত, চন্দন বিশ্বাস, শাকিল, আউয়াল খান, টি আর খান, প্রদীপ, সিবলী, মাসুদ পারভেজ এবং মোস্তাফিজুর রহমান। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে শোকজের জবাব দিলে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ উত্তর দেয়া না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ