Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ হয়ে গেল নর্থ বেঙ্গল সুগার মিল

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা :লক্ষ্যমাত্রা ১৪৩ কর্মদিবস হলেও ৪৮ কর্মদিবস হাতে রেখেই বন্ধ হয়ে গেল নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই কার্যক্রম। মিল এলাকায় কৃষকের জমিতে এক লাখ ৯ হাজার ৬১০ টন আখ থাকলেও চাষিরা আখ সরবরাহ না করায় কর্তৃপক্ষ মাড়াই কার্যক্রম বন্ধ করে দিচ্ছেন। ২০১৬-১৭ মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ গত ২৮ অক্টোবর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৯৩ কর্মদিবসে এক লাখ ৪০ হাজার ৩৯০ টন আখ মাড়াই করে আট হাজার ৬৮৭ টন চিনি উৎপাদন করেছে। চিনি উৎপাদনের হার ৬ দশমিক ২৭ ভাগ। আখচাষি ইউনুস আলী জানান, বর্তমানে আখের দাম ১২৫ টাকা হলেও তা সন্তোষজনক না হওয়ায় আখচাষিরা মিলে আখ বিক্রি করছেন না। শিবনগরের আখচাষি নজরুল ইসলাম বলেন, আখ চাষ করে যথাসময়ে তা বিক্রি করে সন্তোষজনক দাম না পেলে আমরা এভাবে আখ চাষ করব না। মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আবদুল আজিজ জানান, মিল এলাকায় আখের উৎপাদন হ্রাস, বাজারে গুড়ের দাম বৃদ্ধি পাওয়ায় অবৈধ মাড়াইকলে গুড় তৈরি এবং চাহিদা মতো আখ সরবরাহ না থাকায় প্রতিদিন গড়ে পাঁচ-ছয় ঘণ্টা মাড়াই বন্ধ থাকায় ব্যাপক লোকসান দিতে হচ্ছে। তাই মিল এলাকায় আখচাষিদের কিছু আখ থাকলেও মাড়াই কার্যক্রম বন্ধ করতে হচ্ছে। উল্লেখ্য, চলতি মৌসুমে মিল কর্তৃপক্ষ ১৪৩ কর্মদিবসে দুই লাখ ৫০ হাজার টন আখ মাড়াই করে ২০ হাজার ৬২৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চিনি আহরণের হার ধরা হয় ৮ দশমিক ২৫ ভাগ।
আখচাষি মাঠকর্মী ও সিআইসিদের সাথে চেয়ারম্যানের মতবিনিময়
 আখের মূল্যবৃদ্ধিতে নামলা আখ রোপন, পদ্ধতিগত চাষ ও আখের ফলন বৃদ্ধিকল্পে আখচাষীদের উদ্বুদ্ধকরণে এক আখচাষী সমাবেশ রোববার নাটোর চিনিকলে অনুষ্ঠিত হয়েছে। এসএম ট্রেড লিংক কমপ্লেক্সে বিকেলে অনুষ্ঠিত এ চাষী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। নাটোর চিনিকলের এমডি মোঃ শহিদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরো বক্তব্য রাখেন কর্পোরেশনের পরিচালক (সিডিআর) মোঃ হাবিবুর রহমান, জিএম (কৃষি) শাহনুর রেজা, আখচাষি ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন, আখচাষি সমিতির সভাপতি খলিল মৃধা, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন সরকার, সিবিএর সভাপতি মোঃ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল পান্না ও আখচাষি নেতা আব্দুল হামিদ, সিআইসি মইনুল হক ও সিডিএ সুজাউল মতিন। পরে সভায় সিআইসি ও সিডিএদের সাথে এক মূল্যায়ন সভায় চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন সাবজোন এলাকায় ব্যাপক রোপণের মাধ্যমে এরিয়া বৃদ্ধি করে চিনিকলকে রক্ষার জন্য মাঠকর্মীদের প্রতি আহবান জানান। সভায় পাঁচ শতাধিক আখচাষি, সিডিএ ও সিআইসিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ