Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কয়ার টয়লেট্রিজের বার্ষিক বিক্রয় সম্মেলন

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গতকাল ১ ফেব্রুয়ারি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১৭’ কক্সবাজারস্থ হোটেল সী প্যালেসের বল রুমে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক, অর্থ ও হিসাব, মো: গোলাম কিবরিয়া, বিপণন বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ, বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান, আবু তৈয়ব সিদ্দিকী ও ঊর্ধ্বতন ব্যবস্থাপক, বিক্রয় ও বিতরণ, সৈয়দ আবুল কাশেম। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বাংলাদেশি মানুষের ব্যতিক্রমী চাহিদার কথা মাথায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পণ্য বিপণন করে আসছে। সম্মেলনে অঞ্জন চৌধুরী সুষ্ঠু বিক্রয় মনিটরিংয়ের মাধ্যমে সঠিক ভোক্তা সেবা প্রদান ও বিক্রয় নেটওয়ার্ক আরো সুদৃঢ় করার উপর জোর দেন। সম্মেলনে পরিচালক, স্কয়ার হসপিটাল, কে এম সাইফুল ইসলাম বিশেষ বক্তব্য রাখেন। সম্মেলনে দেশের বিভিন্নস্থান থেকে আগত সেলস্ অফিসার, টেরিটোরি সেলস্ অফিসার, এরিয়া সেলস্ ম্যানেজার, রিজিওনাল সেলস্ ম্যানেজার, ডিভিশনাল সেলস্ ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী স্কয়ার সুপার হিরো অব দ্য ইয়ারÑ২০১৬ সহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গোলাম রসুল চৌধুরী, মহা ব্যবস্থাপক, উৎপাদন, রূপসী প্ল্যান্ট; মিস মোনামী হক, সহকারী মহা ব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ; ড. জেসমিন জামান, সিনিয়র ব্যবস্থাপক, বিপণন; বিদ্যুৎ বি চ্যাটার্জী, সিনিয়র ব্যবস্থাপক, উৎপাদন; এবং মুশফেক চৌধুরী, সহকারী ব্যবস্থাপক, অর্থ ও হিসাব।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ