Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মঞ্জুরুল হক পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক)-এর সদস্য (প্রকৌশল) ড. প্রকৌশলী মো: মঞ্জুরুল হককে গত ২৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) নিয়োগ প্রদান করেছেন। ড. প্রকৌশলী মো: মঞ্জুরুল হক ১৯৫৮ সালের পহেলা সেপ্টেম্বর সৈয়দপুর, নীলফামারী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক ডিগ্রি লাভের পর ১৯৮১ সালের ১৩ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন এবং ১৯৮৬ সালে ঊর্ধ্বতন প্রকৌশলী, ১৯৯৫ সালে মুখ্য প্রকৌশলী এবং ২০০৫ সালে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। কমিশনে যোগদানের পর থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে দেশের প্রথম ৩ গড ঞজওএঅ গবেষণা রিএ্যাক্টর স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি রিএ্যাক্টর ফিজিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ড. মো: মঞ্জুরুল হক কমিশনের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ‘এশিয়ান নিউক্লিয়ার সেফটি নেটওয়ার্ক’ এর স্টেয়ারিং কমিটির সদস্য এবং ন্যাশনাল কাউন্টারপার্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।- প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ