পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি গণি শপিং সেন্টার, মির্জাপুর, হাটহাজারী, চট্টগ্রামে ১১১তম শাখার উদ্বোধন করেছে। এমটিবির চেয়ারম্যান, এম এ রউফ জেপি প্রধান অতিথি থেকে শাখা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন এমটিবির স্বতন্ত্র পরিচালক, আনোয়ারুল আমিন। এছাড়া এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ খান, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো: নূরুল আফসার, মির্জাপুর স্কুল ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান, আকবর হায়দার চৌধুরী, এমটিবি চট্টগ্রাম অঞ্চলীয় প্রধান, মো: খুরশেদ উল আলম, এমটিবি সরকারহাট শাখার ব্যবস্থাপক, মো: জসিম উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এমটিবির পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে, ২৪টি স্থানীয় স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে, এমটিবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ‘স্বপ্ন সারথি’-এর আওতায় ১১০টি সাইকেল বিতরণ করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।