পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গত ২৪ জানুয়ারী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ষাটোর্ধ্ব বয়স্কদের মাঝে দিনব্যাপী স্বাস্থ্যসেবা, খেলাধুলা এবং শীতবস্ত্র বিতরণের এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারগঞ্জ এবং এর আশে পাশের চর থেকে ২৫০ জন বয়স্ক নারী-পুরুষ উক্ত অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠানে কার্যক্রমের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগত বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ, সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা সায়ের উদ্দিন হাবিলদার। প্রধান অতিথি ছিলেন মোঃ আকমল হোসেন, চেয়ারম্যান, বল্লভের খাস ইউনিয়ন এবং বিশেষ অতিথি ছিলেন আব্দুর সাফি, প্রধান শিক্ষক মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পে ১৯০ জন বয়স্ক নারী-পুরুষ বিভিন্ন প্রকার চিকিৎসা গ্রহণ করেন এবং তাদেরকে ওষুধ প্রদান করা হয়। ফিজিওথেরাপিস্ট-এর সেবা গ্রহণ করেন ৫০ জন। গণস্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুপুরে সকলের জন্য হালকা খাবারের ব্যবস্থা করা হয়। অংশগ্রহণকারী ২৫০ জন বয়স্ক নারী-পুরুষকে একটি করে কম্বল প্রদান করা হয় এবং খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।