পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৮৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এমডি আল আমিনের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ১০০ টাকা মূল্যমান প্রাইজবন্ডের ৮৬তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪৫টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ,কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ এবং খফ এই ‘ড্র’ এর আওতাভুক্ত।
উপরোক্ত সিরিজসমূহের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয় এবং নিম্নেবর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারেরযোগ্য বলে বিবেচিত হয়।
উদাহরণ স্বরূপ বন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে উপরে উল্লেখিত প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারেরযোগ্য বলে বিবেচিত হবে। অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।
উল্লেখ্য, আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১লা জুলাই, ১৯৯৯ হতে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ হতে ২০ শতাংশ হারে উৎস কর কর্তন করবার বিধান রয়েছে। ১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডসমূহের বিভিন্ন পুরস্কারের বিস্তারিত বিবরণ নি¤েœ দেয়া হলো:-
৪৫টি টাঃ ৬,০০,০০০ মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ১টি
৪৫টি টাঃ ৩,২৫,০০০ মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ১টি
৯০টি টাঃ ১,০০,০০০ মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ২টি
৯০টি টাঃ ৫০,০০০ মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ২টি
১৮০০টি টাঃ ১০,০০০ মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ৪০টি
‘ড্র’তে ০০০০০০১ হতে ১০০০০০০ ক্রয় সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ হতে নি¤œলিখিত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে।
১ম পুরস্কার টাঃ ৬,০০,০০০/=, নম্বর হলো : ০৬১৭৩৯৪
২য় পুরস্কার টা ঃ ৩,২৫,০০০/=, নম্বর হলো : ০১২৬৭৩৬
৩য় পুরস্কার প্রতিটি ১,০০,০০০/=টাকার ২টি নম্বর হলো : ০০৬০৮৬১, ০৪৪৪৫৬২।
৪র্থ পুরস্কার প্রতিটি ৫০,০০০/= টাকার ২টি নম্বর হলো : ০০১৯৪৫৬, ০০৫৭৬৪৮।
৫ম পুরস্কার প্রতিটি ১০,০০০/= টাকার মোট ৪০টি নম্বর হলো :
০০০০৩১৭, ০০৪০২১০, ০০৪৫৮৫৮, ০০৪৬৩৯২, ০০৭৫৬১০, ০০৮৬১১৭, ০০৯০৪৫০, ০০৯৫৩৪২, ০১০৯১৪৪, ০১১০৯৮৩, ০১১৮৪১৩, ০১২২৬৪৭, ০১৪৯১২৮, ০১৫৯২৩৫, ০১৮৭০৮১, ০২০১৫২৩, ০২৫৯৫২৭, ০২৭৭৮৩২, ০২৯৩৯৮৯, ০৩৩৩০৮৮, ০৩৩৭৪২২, ০৩৪২০৮০, ০৩৬৪৩৪২, ০৪০৪০৩২, ০৪৭১০৫৫, ০৪৮৬৩৩৬, ০৫২০৪২৬, ০৫৪০২১২, ০৫৬৩২৭৮, ০৫৮৮১১২, ০৬৩৬৫২৫, ০৬৫৪০৬৮, ০৬৫৯২৯১, ০৭০২২০৪, ০৭২৬৫৩৭, ০৭৬৩৩৩৯, ০৭৭৩৯৭৯, ০৭৮৬০৩২, ০৮৮০০৩০ এবং ০৯৬৪৮৫৫।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।