Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১১:৫৫ এএম | আপডেট : ১২:৪৫ পিএম, ৩১ জানুয়ারি, ২০১৭

কক্সবাজার অফিস : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ দূতাবাসের ৯ কর্মকর্তা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বার্নিকাট। পৌঁছার পর তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত চিকিৎসাকেন্দ্র পরিদর্শন করেন। ওইখানে চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।

এরপর তিনি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। লেদা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

সোমবার বিকাল ৩ টায় কক্সবাজারে পৌঁছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এম এম রেজওয়ান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বার্নিকাট।

পরে বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠকে বসেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে রোহিঙ্গাদের প্রতি মানবিক বিবেচনায় বাংলাদেশের সহায়তাও চেয়েছেন তিনি ।

জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি রোহিঙ্গাদের সার্বিক সহায়তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ