Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনড় নৈতিক মানদন্ডের জন্য প্রশংসিত সেই মার্কিন বিচারক

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের অভিবাসী সংক্রান্ত নির্দেশ গত শনিবার স্থগিত করে দিয়েছেন যে ফেডারেল জজ, তিনি ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে বেশ কয়েক বছর কাজ করেছেন। এখানে তিনি একজন শীর্ষ আইনজীবী হিসেবে টাইকো ইন্টারন্যাশনাল জালিয়াতি মামলা পরিচালনা করেছেন। তার সহকর্মীরা ফেডারেল জজ অ্যান এম ডনেলিকে একজন বিচক্ষণ ও অপরাজেয় আইনজীবী হিসেবে বিবেচনা করেন। শরণার্থীদের রুখতে ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে আমেরিকান সিভিল লিবারেশন ইউনিয়নের আনীত আপিল শুনানিতে গত শনিবার তিনি নিজেকে অত্যন্ত দৃঢ়চেতা হিসেবে প্রমাণ করেন। তিনি এক অস্থায়ী স্থগিতাদেশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এয়ারপোর্টে আটকেপড়া শরণার্থী ও অন্য বন্দিদের তাদের নিজ নিজ দেশে ফেরত না পাঠানোর নির্দেশ দেন।
জজ ডনেলির নির্দেশনা ছিল, ‘ভ্রমণকারীদের দেশে পাঠিয়ে মি. ট্রাম্পের নির্দেশ বাস্তবায়ন করা হবে ‘অপূরণীয় ক্ষতি’।
রাত ৯টার কিছু আগে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া নির্দেশের ফলে সারাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শুক্রবার দেয়া ওই নির্বাহী আদেশে তিন মাসের জন্য সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি শরণার্থী কর্মসূচি চার মাসের জন্য স্থগিত করেন তিনি। তবে সব শরণার্থীর বেলায়, কর্মসূচি স্থগিতের মেয়াদ নির্দিষ্ট চার মাস হলেও সিরিয়ার ক্ষেত্রে এই মেয়াদ অনির্দিষ্টকালের। প্রশাসনের শরণার্থী সীমিতকরণ কর্মসূচির অংশ হিসেবে ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নবনির্বাচিত এই রিপাবলিকান প্রেসিডেন্ট। এই আদেশে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের ক্ষেত্রে মুসলিম প্রধান দেশগুলোর মুসলিমদের বদলে খ্রিষ্টান ও সংখ্যালঘুদের প্রাধান্য দেয়ার কথা বলা হয়।
২০০০ সালের দিকে ম্যানহাটনে তার সঙ্গে কাজ করা ক্রিমিনাল আইনজীবী এরিক এম অ্যারনন বলেন, ‘জজ ডনেলি দ্ব্যর্থহীন ছিলেন যে, বর্তমান প্রশাসনের কোনো নির্দেশ অবারিত ও ভারসাম্যহীনভাবে ছেড়ে দেয়া হবে না’।
জজ ডনেলিকে ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ হিসেবে মনোনয়ন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সিনেটে তার মনোনয়ন অনুমোদিত হয় ৯৫-২ ভোটে।
তার অপর সহকর্মী, ম্যানহাটন প্রসিকিউটরের দফতরে ১০৮৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী এবং বিশেষ ভিকটিম ইউনিটের প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত লিন্ডা এ. ফায়ারস্টেইন বলেন, ‘তার নিখাঁদ খ্যাতি’ রয়েছে। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি সেবাখাতের অনেক নামকরা আইনজীবীর সাথে কাজ করেছি, তার স্বচ্ছতা ও সততা এককথায় অসাধারণ’।
১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত একই অফিসে দায়িত্ব পালনকারী বেকার বোটস এলএলপি’র অংশীদার অ্যান্ড্রু এম. ল্যাঙ্কলার বলেন, ‘তিনি অত্যন্ত বুদ্ধিমতি, সুচতুর এবং ন্যায়বিচার ভিন্ন অন্য কোনো কিছুর ব্যাপারে অত্যন্ত সচেতন ব্যক্তিত্ব’।
দানিয়েল জে হরউইৎজ নামে তার অপর সহকর্মী তাকে মেজাজ-মর্জিতে মাত্রাতিরিক্ত স্বচ্ছ ও সচেতন বলে বর্ণনা করেছেন। তিনি আরো বলেন, একজন বিচারককে আপনি যেমনটা দেখতে চান ডনেলি ঠিক তেমনই। সূত্র : নিউ ইয়র্ক টাইমস।



 

Show all comments
  • আ মালিক ৩১ জানুয়ারি, ২০১৭, ২:৩২ পিএম says : 0
    এটা হল বিচারিক রায়
    Total Reply(0) Reply
  • Abulkalam/Capt. Azad ৩১ জানুয়ারি, ২০১৭, ৪:৪৩ পিএম says : 0
    Thank you justice, I am proud of your courage.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ