Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক টন জাটকা ফেলে পালালেন মালিক

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : এক টন জাটকা ইলিশ ফেলে পালিয়ে গেলেন মাছের মালিক। গতকাল সোমবার দুপুরে কর্ণফুলীর পাড়ে নগরীর ফিশারি ঘাটে এ ঘটনা ঘটে। পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালন মালিক।
অভিযানে অংশ নেন মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তৈয়ব, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এনি কর্মকার, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।  
মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ফিশারি ঘাট বাজারে ট্রাকে জাটকা বোঝাই করা হচ্ছে। এরপর পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমাদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায় মালিক।
পরে মাছগুলো জব্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নির্দেশনা অনুযায়ী সমাজসেবা অধিদফতরের আওতাধীন ১০টি এতিমখানায় বিতরণ করে দিয়েছি।
উল্লেখ্য, ১০ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) আহরণ, বেচাকেনা, সংরক্ষণ, মজুদ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের দুই বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ