Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আরো ৫ বিশিষ্ট ব্যক্তির সাথে বৈঠক কাল

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষে দেশের আরো পাঁচজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। আগামী ১ মার্চ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এই পাঁচজন বিশিষ্ট নাগরিক হলেন- সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ। এর আগে ইসি গঠনে গতকাল সোমবার জাজেস লাউঞ্জে দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ইসি গঠন বিষয়ে কর্মপদ্ধতি নির্ধারণে গতকাল দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক হয়েছে। আগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এমন নিরপেক্ষ ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে সার্চ কমিটির কাছে সুপারিশ করেছেন বৈঠকে অংশ নেয়া বিশিষ্ট ব্যক্তিরা।
এদিকে, ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজন করে ব্যক্তির নামের প্রস্তাব চেয়েছিল সার্চ কমিটি। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো নামের প্রস্তাবনা সার্চ কমিটির হাতে আসেনি বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। তবে দলগুলোর নামের এই তালিকা জমা দেয়ার সময় চার ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার বেলা ১১টার পরিবর্তে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে এবং এদিন বিকেল চারটায় সার্চ কমিটি আবার বৈঠকে বসবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেনÑ হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক  সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীন আকতার।
সার্চ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন প্রেসিডেন্ট। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটির কাজে সাচিবিক সহায়তা দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ