Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

৬৭১ সিম ও সাড়ে ৪ লাখ টাকার সরঞ্জামসহ ২ জন আটক

চট্টগ্রামে অবৈধ স্থাপনায় অভিযান

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) স্থাপনায় অভিযান চালিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। এসময় বিভিন্ন মোবাইল অপারেটরের ৬৭১টি সিম ও সাড়ে চার লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
বিটিআরসি’র পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামের হালিশহরের গোল্ডেন আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে বিটিআরসি ও র‌্যাব-৭ এর যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাষ্ট্রায়াত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের ৪৯১টি, গ্রামীণফোনের ১০৮টি, বাংলালিংকের ৩৫টি, এয়ারটেলের ২০টি ও রবির ১৭টি সিম জব্দ করা হয়। এছাড়া ৬৪টি সিম স্লট/পোর্ট বিশিষ্ট ১টি ও ৩২ সিম স্লট/পোর্টবিশিষ্ট ১টি কালো রংয়ের সিমবক্স ডিভাইস, ৩টি রাউটার, ২টি ল্যাপটপ, ২টি মিডিয়া কনভার্টারসহ অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ