Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিস ইউনিভার্স ইরিস মিত্তেনায়েরে

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এ বছরের মিস ইউনিভার্স পুরস্কার জিতে নিলেন ২৩ বছর বয়সী ফরাসি তরুণী ইরিস মিত্তেনায়েরে। গতকাল (সোমবার) ৮৬ জন প্রতিযোগীর মধ্য থেকে তাকে চূড়ান্ত বিজয়ী বলে ঘোষণা করা হয়। প্রতিযোগিতাটি ফিলিপাইনে আয়োজিত হয়েছিল। গতকাল ছিল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এদিন বিভিন্ন ধাপ পেরিয়ে এলো চূড়ান্ত প্রশ্নোত্তরের পালা। সেসময় বিচারকদের এক প্রশ্নের জবাবে ইরিস জানান, প্রতিযোগিতার ফলাফলে মুকুটজয়ী কিংবা প্রথম রানারআপ বা দ্বিতীয় রানারআপ যেকোনো একটির স্বীকৃতি পেলেই তিনি সম্মানিত বোধ করবেন। তবে ৮৬ প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নিজের নাম উচ্চারিত হতে শুনে চমকে ওঠেন ইরিস।
মিস ইউনিভার্স ইরিস মিত্তেনায়েরে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিলের বাসিন্দা। বর্তমানে ডেন্টাল সার্জারি নিয়ে পড়াশোনা করছেন।
এছাড়া ২৫ বছর বয়সী মিস হাইতি রাকুয়েল পেলিসিয়ের হয়েছেন প্রথম রানারআপ। ২০১০ সালে হাইতির ভূমিকম্পে নিজের জন্ম শহর ধ্বংস হয়ে গেলেও ভয়াবহ ওই ভূমিকম্প থেকে প্রাণে বেঁচে যান পেলিসিয়ের। আর এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছেন ২৩ বছর বয়সী মিস কলম্বিয়া আন্দ্রিয়া টোভার। সূত্র : ওয়েবাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ