পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : নগরীর কাট্টলী ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পিবিআই।
গ্রেফতারকৃতরা হলো- নূরুচ্ছফা তালুকদার ওরফে পারভেজ (২৮), জামাল (৪০), সেলিম উদ্দিন (২৯), জাহাঙ্গীর আলম (৩০), মিজান (৩৫) এবং নূরুল ইসলাম (৩১)। তাদের কাছ থেকে ১টি এলজি ও দুই রাউন্ড কার্তুজ, ১টি সিএনজি অটোরিকশা, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল, ১টি ট্যাব ও ২ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলায় এক নৈশপ্রহরীকে নির্মমভাবে হত্যার ঘটনায় এ ৬ ডাকাতকে গ্রেফতার করে পিবিআই। ডাকাতদের সবাই নিম্ন আয়ের শ্রমজীবী। দিনের বেলায় কেউ অটোরিকশা চালায়, কেউ রাজমিস্ত্রির কাজ করে। আর রাতের আঁধারে তারা নামে ডাকাতিতে।
গ্রেফতারকৃত ৬ জনের সবাই আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তারা বিভিন্ন পেশায় থাকলেও পেশাদার ডাকাত। ডাকাতিতে বাধা দেয়ায় গত ২৪ জানুয়ারি রাঙ্গুনিয়ার শান্তিবাজারে তারা একজন নৈশপ্রহরীকে হত্যা করেছে বলে পিবিআই জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।