Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্ষিপ্ত অর্থমন্ত্রী ছিঁড়ে ফেললেন প্রশ্ন

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জলবায়ু তহবিলের প্রকল্পে অনিয়ম নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে তার লিখিত প্রশ্ন ছিঁড়ে ফেলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল ঢাকার একটি হোটেলে জলবায়ু পরিবর্তন নিয়ে এক কর্মশালার উদ্বোধনে অর্থমন্ত্রী এমন আচরণ করেন।
অর্থ বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে ‘ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রেজিলিয়েন্স’ শিরোনামে এই কর্মশালার আয়োজন করে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স ও ডিএফআইডির বাংলাদেশ প্রধান জেন এডমন্ডসনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার পর এক সাংবাদিক এক চিরকুটে অর্থমন্ত্রীকে প্রশ্ন পাঠান। তার প্রশ্ন ছিলÑ ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশে চলমান প্রকল্পগুলোর অর্থ খরচের গুণগত মান খারাপ, এ বিষয়ে আপনার মন্তব্য কি?’
এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্থমন্ত্রী ক্ষেপে ওঠেন এবং ওই চিরকুট টুকরো করে ছিঁড়ে ছুড়ে ফেলে দেন সামনে।
উত্তেজিত মুহিত উচৈঃস্বরে বলতে থাকেন, ‘যিনি এ প্রশ্ন করেছেন তিনি কি জানেনÑ এসব প্রকল্পের মাধ্যমে কী কী করা হচ্ছে? কিভাবে জানলেন গুণগত মান খারাপ? অর্থ খরচের গুণগত মান খারাপ এটা আপনাকে কে বলল?’
অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশ প্রকল্প বাস্তবায়ন করছে, তার মধ্যে ‘সবচেয়ে মানসম্পন্ন’ বাস্তবায়নকারী দেশগুলোর একটি বাংলাদেশ।
এর আগে কর্মশালার উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিচ্ছে না বলে প্রায়ই অভিযোগ করা হয়।
‘তবে এ বিষয়ে নানা ধরনের জটিলতাও আছে। ক্ষতিকর প্রভাবগুলো চিহ্নিত করার বিষয়ে জটিলতা আছে। আমরাও বহুদিন থেকে বলে আসছি, ন্যায্য ক্ষতিপূরণের দাবি আমরাও করে আসছি। কিন্তু আমরাও ন্যায্যতা পাচ্ছি না।’
দিনব্যাপী কর্মশালায় এসব বিষয়ে ‘কিছু ফাইন্ডিংস’ বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। যেসব দেশ সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম। উন্নয়নশীল দেশগুলো ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে এলেও দেশটি তা দিচ্ছে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ