পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : উপজেলাভিত্তিক শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এজন্য একটি উপজেলার কোন গ্রামে বিদ্যুৎ নেই তা চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়েছে। এরপর চিহ্নিত এলাকায় বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় আনা হবে।
ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বলছে, বর্তমানে আরও ২৫টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই ২৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে উদ্বোধন করবেন। এজন্য আরইবি এবং বিদ্যুৎ বিভাগ শীঘ্রই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে। সূত্র মতে, গত ডিসেম্বরে এই ২৫টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত করা হয়।
আরইবি জানায়, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা অর্জনে চলমান অর্থবছরে ১৪৬টি উপজেলা এবং আগামী অর্থবছরে ৩১৪টি উপজেলা বিদ্যুতায়ন করা হবে। এভাবে ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ মোট ৪৬০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন আরইবির গ্রাহক সংখ্যা এক কোটি ৭৫ লাখ। আগামী জুনে আরও নতুন ২৫ লাখ পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। এতে করে আরইবি’র গ্রাহক সংখ্যা হবে দুই কোটি।
উল্লেখ্য, অন্যান্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সব এলাকায় বিদ্যুৎ লাইন থাকলেও আরইবি’র তা নেই। এজন্য আরইবি’কে নতুন গ্রাহকের জন্য বিদ্যুৎ লাইন নির্মাণ করতে হয়। এই প্রক্রিয়া সেরে আরইবি’কে সারা দেশের সকল প্রান্তে বিদ্যুতের আলো পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আরইবির উদ্যোগে ২০১৬-১৭ অর্থবছরে ৪০ হাজার কিলোমিটার লাইন এবং ৮৪টি উপকেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে।
আরইবি জানায়, বর্তমানে দেশের বিদ্যুতখাত ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের মাইলফলক স্পর্শ করেছে। ২০১৩ সালেই নবেম্বরে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। ওই বছর ডিসেম্বরে উৎপাদন ক্ষমতা ছিল ১০ হাজার ২৪৫ মেগাওয়াট। গত তিন বছরে আরও প্রায় তিন হাজার মেগাওয়াটের নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এসেছে।
এরমধ্যে ২০১৪ সালে উৎপাদনে আসে ৬৩৫ মেগাওয়াট, পরের বছর ২০১৫তে উৎপাদনে আসে এক হাজার ৩৭৫ মেগাওয়াট, আর চলতি বছর এখন পর্যন্ত উৎপাদনে এসেছে ৯২৭ মেগাওয়াটের বিদ্যুতকেন্দ্র। এর বেশিরভাগই গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র। গত তিন বছরে উল্লেখযোগ্য সাতটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এসেছে। এগুলো হচ্ছেÑ হরিপুর-৪১২ মেগাওয়াট, ভোলা-২২২ মেগাওয়াট, আশুগঞ্জ-৩৬০ মেগাওয়াট, আশুগঞ্জ-২২৫ মেগাওয়াট, বিবিয়ানা-৩৩৫ মেগাওয়াট এবং শাহাজিবাজার-২২০ মেগাওয়াট। অন্য কেন্দ্রগুলো তেল চালিত ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্র।
সরকারের পরিকল্পনায় ২০২১ সাল বলা হলেও আরইবি ২০১৮ সালের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। ফলে সরকারী কোম্পানিগুলোকে নতুন কেন্দ্র স্থাপনের লক্ষ্য বেঁধে দেয়া হয়েছে। দুটি সরকারের শুরুতে দেশের বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় ২০০৯ সালে দেশে মাত্র ২৭ বিদ্যুৎ কেন্দ্র ছিল। সবগুলো বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে উৎপাদান ক্ষমতা ছিল ওই সময়ে চার হাজার ৯৪২ মেগাওয়াট।
তবে গড়ে তিন হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হতো। বিদ্যুতখাতে এক নাজুক পরিস্থিতি নিয়ে ২০০৯ সালে মহাজোট সরকার গঠন করে। ওই সময়ে সারাদেশে গড়ে ১৪ ঘণ্টা লোডশেডিং করতে হতো। খোদ রাজধানীতে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হতো। সরকার গঠনের পরই বিদ্যুতখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় সরকার। শুরু থেকেই অনেকটা উচ্চাভিলাষী পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন শুরু করা হয়।
বিদ্যুৎ বিভাগের নেয়া কর্মপরিকল্পনায় দেখা যায়, ২০২১ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৪ হাজার এবং ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। ২০২১ সালের মধ্যে প্রায় ছয় হাজার কিলোমিটার সঞ্চালন লাইন এবং এক লাখ কিলোমিটার বিতরণ লাইন ও প্রয়োজনীয় উপকেন্দ্র নির্মাণ ও ক্ষমতাবর্ধন করা হবে। এজন্য সরকারের ২০২১ সাল পর্যন্ত ২৪ বিলিয়ন মার্কিন ডলার সংস্থান করতে হবে।
অতীতে বিদ্যুতের প্রকল্প বাস্তবায়নে দাতা সংস্থার দিকে তাকিয়ে থাকতে হতো। দাতা সংস্থা বছরের পর বছর ঘুরিয়ে প্রকল্প বাতিল করত। এখন সেই পরিস্থিতি থেকে সরে এসে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে। অনেক ব্যাংকই বিপুল পরিমাণ বিনিয়োগ প্রস্তাব নিয়ে সরকারের কাছে আসছে। সরকার বলছে এখন প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন কোন বড় সমস্যা নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।