পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সার্চ কমিটির প্রতি আহ্বান মওদুদের
স্টাফ রিপোর্টার : নতুন নির্বাচন কমিশনের জন্য দল নিরপেক্ষ ব্যক্তিদের বাছাই করতে সার্চ কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় সংলাপ’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি একথা বলেন।
মওদুদ বলেন, আমরা যে নীতি দিয়েছিলাম, তার উল্টোটা হয়েছে। দলের মহাসচিব প্রতিক্রিয়াও দিয়েছেন। এখন বাছাই কমিটি হয়ে গেছে। তারপরও আমি আশাবাদী, আমি আশা রাখতে চাই, এই কমিটি এমন ব্যক্তিদের সুপারিশ করবেন যারা কোনো দলীয় রাজনীতির সঙ্গে কোনোদিন সম্পৃক্ত ছিলেন না বা তাদের কোনো দলীয় সরকারের অধীনে কাজ করে সরকারি কাজে নিয়োজিত ছিলেন না।
সার্চ কমিটির প্রতি বলব, এমন ব্যক্তিদের আপনারা সুপারিশ করুন, যাতে করে দেশের মানুষের আস্থা জন্মায় যে, আপনারা সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন করার জন্যই সুপারিশ করছেন নবকিছুই এখন সার্চ কমিটির ওপর নির্ভর করছে বলে মনে করছি বিএনপির এই নেতা।
তিনি বলেন, আপনারা যদি এখন এমন ব্যক্তিদের সুপারিশ করেন যাদের ব্যাকগ্রাউন্ড কোনো দলীয়, বিশেষ দলের সঙ্গে, আমাদের দলেরও সঙ্গে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তিকে আপনাদের উচিৎ হবে না সুপারিশ করা। আমরা চাই না সেই ধরনের সুপারিশ। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানের কথা উল্লেখ করে তিনি বলেন, “সমঝোতা হলো সবচাইতে বড় উপায়, সংকটের সমাধান করা। সমঝোতা ও সংলাপ- এগুলো সারা পৃথিবীতে যুগ যুগ ধরে চলে এসছে। সেজন্য আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব একটা সমঝোতার। তিনি বলেন, এই সমঝোতা কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে নয়, সমঝোতা হতে হবেÑ যারা ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে এবং যারা বিরোধী দলে আছেন তাদের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতা হতে হবে এই পুরো নির্বাচনটাকে নিয়ে। নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সরকার সম্পর্কে একটি সমঝোতা হতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করব একটা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমাধান করবার জন্য। আশা করি সরকার এগিয়ে আসবেন।
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঘোষণা গত ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস হরতালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পুলিশ নির্যাতনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যের কঠোর সমালোচনা করেন মওদুদ। সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল পিপিলস পার্টির চেয়ারম্যান রিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।