Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে সাংবাদিক নির্যাতনে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার ঢাকা মেট্র্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনার দায়-দায়িত্ব নিরূপণের জন্য সংগৃহীত সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই অনাকাক্সিক্ষত ঘটনার সঙ্গে যারা জড়িত অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ একটি পেশাদার বাহিনী। কোনো ব্যক্তির অপেশাদার ও অসদাচরণের দায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতীতে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। আমরা সাংবাদিকসহ অন্যান্য পেশার প্রতি সমান সম্মান প্রদর্শন করি। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পেশার মধ্যে যে বিবাদ সৃষ্টি হয়েছে তা অনাকাক্সিক্ষত।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতাল চলাকালে পুলিশের নির্যাতনের শিকার হন দুই সাংবাদিক। ওই দিনই ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে দুই কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ