Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে জেহাদী বই ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ হুজি সদস্যকে আটক

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : জেহাদী বই ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ হুজি সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। শনিবার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামের ওই্ দুইজনকে আটক করা হয়। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন যে, কার্পাসডাঙ্গা এলাকায় হুজির ৬/৭ জন সদস্য নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছে। খবর পেয়ে র‌্যাব-৬-এর ঝিনাইদহের ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় তারা আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম রকিব নামে দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জঙ্গিবাদী বই, বোমা  তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জঙ্গিবাদে যোগদান ও নানা কর্মকা-ের তথ্য দিয়েছে। র‌্যাব কমান্ডার আরো জানান, তারা আবু খালেক নামের এক জঙ্গির তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ঝিনাইদহ ও তার আশপাশ জেলা এবং ঢাকা ও খুলনায় নাশকতা ঘটানোর পরিকল্পান নিচ্ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ