Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশীশ্রমিক শূন্যতায় প্রবাসী বাংলাদেশিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন-আমিরাতে প্রজেক্ট উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ছালাহউদ্দিন আরব আমিরাত থেকে : দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর পাশাপাশি দেশে-বিদেশে ব্যাপকভাবে বিনিয়োগ করছেন উল্লেখ করে আরব আমিরাত প্রবাসী বান্ধব। তাছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীরা ব্যাপকভাবে অবদান রেখে চলছেন বলেও সরকারের পক্ষ থেকে প্রবাসীদের আরো উৎসাহিত করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে, গত সাড়ে চার বছরেও আরব আমিরাতে বাংলাদেশিদের বন্ধ ভিসা খোলার কোন সুরাহা হলো না। এজন্য প্রবাসী ব্যবসায়ী ও উদ্যোক্তারা দেশীয় শ্রমিক শূন্যতায় ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। গত শুক্রবার রাতে আমিরাতের আজমানের বাংলাদেশি মালিকানাধীন আমিন, রিয়েল এস্টেট এলএলসি কোম্পানীর প্রজেক্ট উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এতে প্রজেক্ট পার্টনার মহসিন, বুখারীর সভাপতিত্বে ও প্রজেক্ট পার্টনার তরিকুল ইসলাম শামীমের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এরাবিয়ান স্পন্সর মোহাম্মদ ফয়জুদ্দিন আবদুল আজিজ আল আজমানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিন রিয়েল এস্টেট গ্রুপের এমডি আমিনুল ইসলাম মাহিন, প্রজেক্ট পার্টনার ক্বারী মাওলানা রোকন উদ্দিন, প্রজেক্ট পার্টনার হাফেজ মাওলানা নাজিম আহমেদ, হাফেজ মাওলানা সামছুদ্দিন, হাফেজ মাওলানা ফায়েজ উদ্দিন ও হাফেজ মাওলানা আবদুল হাকিমসহ প্রমুখ নেতৃবৃন্দ। সভাশেষে দোয়া, মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় দু’শতাধিক লোকের উপস্থিতি ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ