Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোসেনপুরে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৫

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

হোসেনপুর উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে পৌর ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পথচারীসহ পাঁচজন আহত হয়েছে। এতে উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। গতকাল শনিবার বেলা ১১টার সময় পৌর সদরের হাসপাতাল চৌরাস্তায় দু-গ্রুপের ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। দুপুর ১২টার দিকে দু-গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এসময়  ছাত্রলীগ কর্মীসহ পাঁচজন আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলোÑ সাফিকুল ইসলাম সুমন (২৮) আলীফ (২২), ওষুধ ব্যবসায়ী বিমল চন্দ্র সূত্রধর (২৫) ও তারেক রহমান হৃদয় (২০)।  হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমীন অপু জানায়, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বিচিত্রা অনুষ্ঠানে বসার জায়গা নিয়ে পৌর-ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ