পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ থেকে : স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, সাংবাদিক নির্যাতন পুলিশ করে না, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক ইনভেস্ট করেছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। শমসেরনগরকে শীঘ্রই একটি প্রশাসনিক থানায় উন্নীত করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিক নির্যাতন পুলিশ করে না। মাঝেমধ্যে পুলিশের সাথে ধাক্কাধাক্কি লেগে যায়, বৃহস্পতিবার তাই হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে বলেছেন, পুলিশ আগের চেয়ে অনেক ভালো। সার্চ কমিটি বিষয়ে তিনি বলেন, আপত্তি ছাড়া বিএনপি কোনো বিষয়ই মানে না। আপত্তি করাই বিএনপির প্রক্রিয়া। জঙ্গি মুসা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি মুসা পুলিশের নজরদারিতে আছে। যে কোনো সময় গ্রেফতার হবে। তিনি শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সিংরাউলী মাঠে দুইদিনব্যাপী প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও পিঠামেলা-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শমসেরনগর রেলস্টেশন এলাকায় পুন:সংস্কারকৃত ঐতিহ্যবাহী ইরানি তোরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শমসেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী পরিষদের সভাপতি অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমানের সভাপতিত্বে এবং শামসুল হক মিন্টু ও তারেকুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারা মহা-পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।