Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্য-মাঘেও নেই শীত হালকা বৃষ্টির সম্ভাবনা

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মধ্য-মাঘেও নেই শীতের আমেজ। অনেক জায়গায় বসন্তের আমেজ বিরাজ করছে। ফ্যান চালাতে হচ্ছে বিভিন্ন স্থানে। শীতের লেপ-কম্বল ও শীতবস্ত্র তুলে রাখতে হয়েছে। এদিকে আজকের (শনিবার) আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, দেশের বিভিন্নস্থানে বিক্ষিপ্ত ও অস্থায়ীভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকু-ে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩১ ডিগ্রি সে.। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ও ১৭.৬ ডিগ্রি সে., চট্টগ্রামে ২৯ ও ১৬ ডিগ্রি সে.।   
শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা যায়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই অস্থায়ী ও বিক্ষিপ্ত বর্ষণের পর শেষ দফায় ফের শীতের আমেজ সৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী উপত্যকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দুই দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। এর পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
গত রাত ৮টা থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাময়িক বৃষ্টিপাত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ