পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : বাকি আর মাত্র কয়েকদিন। তারপরই দেশের আরও চার রাজ্যের সঙ্গে নির্বাচন পাঞ্জাবেও। তাই সেখানে প্রচারে শান দিতে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী, প্রতিটি দলই। একদিকে, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে সামনে রেখে সেখানে প্রচারে নেমেছে কংগ্রেস, অন্যদিকে বিজেপি-শিরোমণি আকালি দলের জোটও জোর প্রচার চালাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন।
গতকাল পাঞ্জাবের জলন্ধরে রাজ্য বিজেপির একটি নির্বাচনী জনসভায় হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে গতকাল শুরু থেকেই কংগ্রেসকে আক্রমণের মেজাজে ছিলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘পাঞ্জাবে নির্বাচনে মানুষ উন্নয়নের স্বার্থে আরও একবার প্রকাশ সিং বাদলকেই মুখ্যমন্ত্রী করবেন। জয়ী হবে বিজেপি-শিরোমণি আকালি দলের জোটই’। কংগ্রেসকে ‘ডুবন্ত তরী’ বলে কটাক্ষ করে মোদী বলেন, ‘দিনে দিনে ইতিহাসে পরিণত হচ্ছে দলটি। আগামী দিনে মানুষ কংগ্রেস বলতে আর কোনও দলকে মনে রাখবে না’।
নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকে গত ৭০ বছর ধরে দেশ দেখেছে কংগ্রেসের হাত ধরে ধ্বংসের রাজনীতি। তাই এবার মানুষ চাইছে উন্নয়ন’। গতকালের বক্তব্যে আরও একবার তিনি নোট বাতিলের ইস্যু তোলেন। বলেন, ‘এর ফলে দেশজুড়ে চলে আসা দীর্ঘদিনের দুর্নীতির অবসান হবে’। সূত্র : এবিপি আনন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।