পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : সরকারি অফিসে কোনও রকম ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব পালন ব্যান করে দিল মহারাষ্ট্র সরকার। সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের কোনও সরকারি অফিসে সত্যনারায়ণ পুজো, হলদি কুমকুমসহ নানা ধর্মীয় পার্বণ পালন করা যাবে না। এমনকি, দেব-দেবীর মূর্তি বা ছবিও রাখা যাবে না।
এ বিষয়ে সরকার খুব শীঘ্রই সার্কুলার জারি করতে চলেছে। সম্প্রতি সমাজকর্মী বিশ্বাস কাশ্যপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। সরকারি অফিসে বিভিন্ন ধর্মের মানুষ কাজ করেন। তাহলে কেন সরকারি অফিসে ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে? এই রীতি নিষিদ্ধ করা উচিত।
এই মর্মে একটি পিটিশনও দাখিল করা হয়। পিটিশনে বলা হয়, সরকারি অফিসে অনেকেই ধর্মীয় ভাবাবেগ যে কোনও মানুষের ব্যক্তিগত ব্যাপার। সরকারি অফিসে সেই ভাবাবেগ জাহির করা ঠিক নয়। সূত্র : এই সময়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।