Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ মাসের মধ্যে ইইউ’র একক মুদ্রা ইউরোর মৃত্যু ঘটবে

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর মৃত্যু ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ইউরোপীয় ইউনিয়নে আমেরিকার সম্ভাব্য রাষ্ট্রদূত অধ্যাপক টেড ম্যালোচ। ব্রিটেনে বসবাসকারী ম্যালোচ দেশটির সরকারি অর্থ পরিচালিত সম্প্রচার সংস্থা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে একক মুদ্রা ইউরোর পতন ঘটবে। এ মুদ্রা বিলীন হওয়ার পথে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দেড় বছরের মাথায় এর পতন ঘটবে।
একাই এ ধরনের ভবিষ্যদ্বাণী করছেন না বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিশ্বব্যাংকে খ্যাতনামা অর্থনীতিবিদ জোসেপ স্টিংলিস এ বিষয় নিয়ে পুরো একটি বইও লিখেছেন।
এ ছাড়া, তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার ৯০ দিনের মধ্যে ওয়াশিংটন এবং লন্ডন অবাধ বাণিজ্য চুক্তি করতে পারে। সূত্র : পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ