Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনাবিচারে একযুগ ধরে কারাবন্দি ৫ জনকে হাইকোর্টের জামিন

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিনাবিচারে একযুগের বেশি সময় ধরে কারাগারে থাকা নেত্রকোনার গারো তরুণ লিটনসহ ৫ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল (বৃহস্পতিবার) বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এসএইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত  বেঞ্চ এই আদেশ দেন। জামিনপ্রাপ্ত অন্য ৪ জন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, মতিঝিলের মাসুদ, গাজীপুরের বোর্ড বাজারের বাবু ও ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ। অপরদিকে রাজধানীর বাড্ডার সাইদুর রহমান ও কেরানীগঞ্জের রাজীব হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তারা ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধের ব্যাপারে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় আদালত জামিন দেয়নি। তবে তাদের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। আদালতে বন্দীদের পক্ষে শুনানি করেন আইনজীবী বেহেশতী মারজান।
এর আগে সকালে বিনাবিচারে কারাগারে থাকা এই সাতজনকে হাইকোর্টে হাজির করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। গত ১৫ ডিসেম্বর বিনাবিচারে কারাগারে থাকা সাতজনকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরা সবাই বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে কাশিমপুর-২ কারাগারে বন্দি রয়েছেন।
একটি বেসরকারি টিভি চ্যানেল এই সাতজনকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী। পরে  আদালত তাদের জামিন প্রশ্নের রুল জারি করেন।
কুষ্টিয়া সদরের রাসেল শেখ ২০০৪ সালে কাফরুল থানায় একটি মামলায় ওই বছরের ১১ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। আর বাড্ডার আদর্শনগরের তাইবুর রহমানের ছেলে সাইদুর রহমান নারী নির্যাতনের এক মামলায় ২০০৫ সালে থেকে কারাগারে রয়েছেন। কেরানীগঞ্জের ইমানদীপুরের রাজীব হোসেন খিলগাঁও থানায় দায়ের করা ২০০৩ সাল থেকে কারাগারে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার পৈতলার মো. পারভেজ কোতোয়ালী থানায় ২০০৪ সালের ২ জুলাই থেকে কারাগারে রয়েছেন।
মতিঝিলের মাসুদ শ্যামপুর থানার এক মামলায় ২০০৩ সালের ১ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। গাজীপুরের জয়দেবপুরের নারী নির্যাতনের এক মামলায় কারাগারে রয়েছেন। নেত্রকোনার কলমাকান্দার চেংগিনি এলাকার প্রসেন সাংমার ছেলে লিটন উত্তরা থানায় দায়ের হওয়া এক মামলায় ২০০৫ সালের ২৩ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৭ জানুয়ারি, ২০১৭, ৬:৫২ পিএম says : 0
    আমি পত্রিকার সম্পাদক বাহাউদ্দিন সাহেবকে এই তথ্য বহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে একটা অবহেলিত দিক তুলে ধরার জন্য জানাই ধন্যবাদ। সাথে সাথে আমি বাহাউদ্দিন সাহেবকে অনুরোধ করতে চাই এই ধরনের আরো কত আসামী বিভিন্ন কারাগারে আবদ্ধ আছেন এটা বের করার জন্য উদ্যোগ নিতে। একাজ করার জন্য যদি আপনার কোন রকম সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন হয় আমি কানাডা থেকে আপনাকে আমার সাধ্যমত সাহায্য এবং সহযোগিতা করতে রাজী আছি। আপনি চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই আপনার নিকট অনুরোধ দয়া করে যারা বিনাবিচারে অনৈতিক ভাবে অমানবিক ভাবে (জেলে) জীবন যাপন করছে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা নিন। আমি আশ্চার্য হচ্ছি বাংলাদেশে নামি দামি মানবিক সংস্থা থাকার পরও এধরনের ঘটনা কিভাবে ঘটছে। এতেই প্রতিয়মান হয়যে, আমি এতদিন যা বলে আসছি যে বাংলাদেশের দেশী ও বিদেশী যত মানবিক সংস্থা রয়েছে এরা সবাই এক চোখে দেখে। এরা সরাসরি দেশের রাজনৈতিক দলের সাথে সম্পপৃক্ত। এদের কেন্দ্রীয় অফিস থেকে এদেরকে ঢালাও ভাবে সাজানো প্রয়োজন বলে আমি মনে করি। আমি মনে করি বিদেশীরা বাংলাদেশের জনগণের জন্য যে সাহায্য করে থাকেন সেই টাকাতেই এসব মানবাধিকার সংস্থা গুলো পরিচালিত হয়। যার মানে দাড়াচ্ছে বাংলাদেশের জনগণের কোন উপকারই হচ্ছেনা ঐ অর্থে তবে হা ঐ টাকা দিয়ে কোন একটি রাজনৈতিক দল ও তার সমর্থকরা খেয়ে পড়ে বেঁচে আছে। আল্লাহ্‌ আমাদেরকে সঠিক পথে থেকে সততার সাথে চলার তৌফিক দান করুণ। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ