Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অন্যান্যস্থানে ৩ জনের মৃত্যু আহত অর্ধশতাধিক
ইনকিলাব ডেস্ক : যশোরের চৌগাছায় এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৫ জন করে মোট ১০ জন এবং আরো ৩ জেলায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে চৌগাছায় স্কুলের পিকনিকের বাস উল্টে ৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগহ্জ থানার বিরামচর নামক স্থানে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন।
পিকনিকের বাস উল্টে নিহত ৫
চৌগাছা উপজেলা সংবাদদাতা জনান, যশোরের চৌগাছায় পিকনিকের বাস উল্টে শিক্ষকসহ ৫ নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক। এ ঘটনায় উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবক্স নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে উপজেলার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে দিনাজপুর জেলার স্বপ্নপুর পিকনিক স্পটের উদ্দেশে রওনা হয়। তাদের বহনকারী বাস (ময়মনসিংহ-ব-০৫-০০১০)  পুড়াপাড়া চৌগাছা সড়কের দানবাক্স নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দুটি তাল গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসটি সড়কের উপরেই উল্টে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই গাড়ির চালক চৌগাছা পৌর এলাকার মাঠপাড়া গ্রামের সিরাজ আলীর ছেলে মিলন হোসেন (৩৫) (সে মূলত গাড়ির হেলপার ছিল) এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেদবাড়ীয়া গ্রামের জহুরুল ইসলাম (৫০) নিহত হয়। পরে চৌগাছা মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আওরঙ্গজেব ৮ম শ্রেণির ছাত্রী রামকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দীনের মেয়ে বৃষ্টি (১৩) ও একই গ্রামের গিয়াস উদ্দীনের মেয়ে সুমাইয়া (১৪) মৃত বলে ঘোষণা করেন এবং যশোর জেনারেল হাসপাতালে নিলে পথচারী উপজেলার মোকামতলা গ্রামের শহীদ আলীর ছেলে মিলন হোসেন (৩৭)কে মৃত ঘোষণা করেন।
এছাড়া ছাত্র শিক্ষক মিলে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে ও ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ ছুটে আসে। সাথে সাথে চৌগাছার আকাশের শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভারী হয়ে যায় আকাশ-বাতাস। পুলিশ, জনতা ও ফায়র সার্ভিসে কর্মীরা মিলে উদ্ধার কাজ চালায়। ঘটনাস্থলে উপস্থিত হন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর, চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, নির্বাহী অফিসার নার্গিস পারভীন, পৌর মেয়র নুর উদ্দীন আল-মামুন হিমেল, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য হবিবর রহমান ও দেওয়ান তৌহিদুর রহমান প্রমুখ। বৃহস্পতিবার নিহত দের দাফন সম্পন্ন করা হয়েছে।
হবিগঞ্জে ৫ জনের মৃত্যু
হবিগঞ্জ জেলা সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার বিরামচর নামকস্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাইক্রোবাস চালক কিশোরগঞ্জের ভৈরবের গোরাকান্দা গ্রামের আল-আমিন, গ্রামীণফোন কর্মী ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়ার গৌতম ও জরিফ বেগম, চাইপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দরিশা খাতুন (২৮),  বায়জিদ আলম (৩৫)।
আহতরা হলেন, সিজু মিয়া (২৮), মোমেন মিয়া (২৭), ফারুক হোসেন (৩০), তাকসিন আক্তার (২৮), ফাহাদ মিয়া (১০), চাঁদনী (১৮), মুছতাহিদুল হক ( ২৮) ও শুভ (২৭)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার সৈয়দ আসাদুজ্জামান বলেন, হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি প্রকৌশলী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন। তাদের সম্পুর্ণ পরিচয় পাওয়া যায়নি।
চসিক কর্মচারী নিহত
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে বাসের ধাক্কায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কর্মচারী প্রাণ হারিয়েছেন। তার নাম রতন কুমার (৬০)। গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বায়োজিদ থানার তারা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, বায়োজিদের তারা গেইট এলাকায় রতন কুমারকে দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রতন কুমারের কাছ থেকে পাওয়া একটি আইডি কার্ডে চসিকের  লোগো সংযুক্ত রিমাটো লেখা রয়েছে।
কুষ্টিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের মোটরসাইকেল আরোহীর নাম ইফতেকার উদ্দিন (৩০)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের নওদা গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সে মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের হাজী ইয়ার উদ্দিনের ছেলে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের জামাতা।
সীতাকু-ে স্কুলশিক্ষক নিহত
সীতাকু- উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকু-ে নিজ ফুফুর জানাযা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত ও আরো এক ব্যক্তি আহত হয়েছে। নিহত শিক্ষকের নাম মোঃ হাসান মহিউদ্দিন জনি (৩২)। তিনি উত্তর সলিমপুর আবদুল্লা ঘাটা তুলাতলি এলাকার মোঃ ইউনুচের পুত্র এবং স্থানীয় কালুশাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় তার ফুফার জানাযা নামাজ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফৌজদারহাট এলাকার রাস্তা পার হচ্ছিলেন স্কুলশিক্ষক জনি। এসময় চট্টগ্রাম মুখি একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ