পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেনাপোল অফিস : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যিনি ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে স্বাধীনতার দরজা খুলে দিয়েছেন সে জন্য বঙ্গবন্ধু কন্যা চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।
ডিজিটাল বাংলাদেশ, যুদ্ধাপরাধীদের বিচার ও প্রতিশ্রুতি এই তিনটির জন্য শেখ হাসিনা চির স্মরণীয় হয়ে থাকবেন। শেখ হাসিনা সরকার কানে শোনে, চোখে দেখে খালেদা জিয়া কানে তুলো দিয়ে থাকে। তিনি গতকাল দুপুরে বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস-১৭ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। যশোর কাস্টমস কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মাহবুবুর রহমান, কাস্টম কমিশনার শওকাত হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এম আবদুস সাত্তার, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, চিত্রনায়ক ফারুক, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।
এর আগে বেনাপোল বন্দর এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়। যশোর ও বেনাপোল কাস্টমসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।