Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাথমিক শিক্ষাই শিক্ষার মেরুদন্ড আমু

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার মেরুদন্ড। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। ফলে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি দেশে সাক্ষরতার হার দ্রুত বাড়ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে কেএল জুবিলী স্কুল অ্যান্ড কলেজের সার্ধশত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী মিলন মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, শতকরা ৪৭ ভাগ সাক্ষরতার হার নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও বর্তমানে দেশে তা ৭১ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি বলেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশব্যাপী ব্যাপকহারে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। উন্নত দেশগুলোয় যেখানে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেখানে বাংলাদেশে এর পরিমাণ এখনও মাত্র ১০ শতাংশ। এ বিবেচনায় বর্তমান সরকার বিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সম্পৃক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।
আমু আরো বলেন, গুণগত শিক্ষার প্রসারে বর্তমান সরকারের গত মেয়াদে যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করা হয়েছে। এ নীতির আলোকে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ, স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার কার্যক্রম গ্রহণ, দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি প্রবর্তন এবং যুগের চাহিদা অনুযায়ী নতুন কারিকুলাম প্রণয়ন করেছে। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে দেশে-বিদেশে শিক্ষকদের প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষায় গবেষণার সুযোগ বৃদ্ধি করেছে। সরকার গৃহিত এসব উদ্যোগের ফলে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম দক্ষ ও প্রশিক্ষিত জনবল সৃষ্টির প্রয়াস জোরদার হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন কাজী ফিরোজ রশীদ এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, কবি অসীম সাহা, অধ্যক্ষ এসএন রায় সমর, সংরক্ষিত নারী কাউন্সিলর নাছিমা আহমেদ, সূত্রাপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, ৪৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ছোটন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ