Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইইবির কনভেনশন প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন কাল

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন কাল (শনিবার)। তিনি নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশনের উদ্বোধন করবেন। ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ কনভেনশন শেষ হবে ৩১ জানুয়ারি। এ কনভেনশনে দেশ-বিদেশ থেকে প্রায় ৬ হাজার প্রকৌশলী অংশগ্রহণ করছেন। এ কনভেনশনে দেশ ও বিদেশের প্রকৌশলীদের অংশগ্রহণের পাশাপাশি স্ব স্ব ক্ষেত্রের বিশেষজ্ঞ প্রকৌশলীবৃন্দ সেমিনার ও স্মৃতি বক্তৃতায় কারিগরি এবং তথ্য-প্রযুক্তি বিষয়ে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করবেন। এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য বিষয় ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপমেন্ট এবং জাতীয় সেমিনারের বিষয় নির্ধারণ করা হয়েছে ইউটাইলেজশন অফ ডিজিটাল টেকনোলজি ফর প্রো-পিপল ডেভেলপমেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ