Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ভারতের প্রজাতন্ত্র দিবসে আকাশ থেকে হামলার আশঙ্কা : কঠোর নিরাপত্তা

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত এক বছরের মধ্যে ঘটে গেছে একের পর এক জঙ্গি হানার ঘটনা। তাই আজ (বৃহস্পতিবার) ভারতের প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা তুঙ্গে। রাজধানী জুড়ে কড়া নজর রাখবে ৫০ হাজার সদস্যের নিরাপত্তা বাহিনী। কয়েক হাজার আধাসেনা ও দিল্লি পুলিশ ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে শহর জুড়ে।
গোয়েন্দাদের হাতে আসা তথ্য থেকে আশঙ্কা করা হচ্ছে, লস্করে তয়্যেবার মতো সংগঠনগুলো হেলিকপ্টার চার্টার সার্ভিস বা চার্টার বিমান থেকে হামলা চালাতে পারে দিল্লিতে। তাই নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হচ্ছে অ্যান্টি-ড্রোন টেকনোলজি। যাতে কোনো সন্দেহজনক বস্তু আকাশে দেখলেই তা গুলি করে নামিয়ে আনা যায়। সকাল ১০টা ৩৫ থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত যে কোনো বাণিজ্যিক ফ্লাইটের ওঠানামা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও রাজধানীর সব উঁচু বিল্ডিংয়ের মাথায় অ্যান্টি-এয়ারক্রাফট গান নিয়ে মোতায়েন থাকবে জওয়ানেরা। ২৫ জানুয়ারি দিল্লির সব সীমান্ত সিল করে দেয়া হবে আর রাজধানীতে বাইরে থেকে যেসব গাড়ি ঢুকবে, তা নিখুঁতভাবে খতিয়ে দেখা হবে। আটটি কন্ট্রোল রুমে থাকবে সিসিটিভি ক্যামেরা। দিল্লি পুলিশের সঙ্গে উপস্থিত থাকবে এনএসজি কমান্ডোও।
গোয়েন্দা সূত্রে খবর, আফগান নাগরিক সেজে কিংবা আফগান নাগরিকদের ব্যবহার করে ভারতে হামলা চালাতে চাইছে ওই পাক জঙ্গিরা। আর এ রিপোর্টের জেরেই চূড়ান্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে নয়াদিল্লি তথা গোটা দেশজুড়ে। হাজার হাজার সশস্ত্র সেনায় মুড়ে ফেলা হয়েছে দেশের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো।
দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ইন্টেলিজেন্স অ্যাজেন্সির খবর অনুযায়ী প্রজাতন্ত্র দিবসে নাশকতা ছড়ানোর লক্ষ্য নিয়ে দিল্লিতে এসেছে দুই আফগান নাগরিক। গোয়েন্দাদের কড়া নজরে রয়েছে দক্ষিণ দিল্লির বেশ কয়েকটি অঞ্চল। তার মধ্যে রয়েছে লাজপত নগর, ভোগাল এবং খিরকি এক্সটেনশন। সাধারণত এই সব অঞ্চলেই থাকেন বেশির ভাগ আফগান উদ্বাস্তু এবং পর্যটক।
সম্প্রতি একটি বিশেষ বৈঠকে এক গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে হামলা করার উদ্দেশ্যে ভুয়া আফগান পাসপোর্ট নিয়ে দেশে ঢুকেছে জয়শে মুহাম্মদের সদস্য। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও কোলকাতা ২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ