Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আরব আমীরাতের সাথে ভারতের দু’টি চুক্তি স্বাক্ষর

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আরব আমীরাতের সাথে গতকাল বুধবার অস্ত্র, প্রতিরক্ষা এবং প্রযুক্তি হস্তান্তরসহ নানা বিষয়ে দু‘টি চুক্তি স্বাক্ষর করল ভারত সরকার। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর এবং আরব আমীরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহাম্মদ আল-বাওয়ার্দি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি করেন। প্রথম চুক্তিটি প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন, গবেষণা উন্নয়ন এবং উদ্ভাবনী সহযোগিতা সংক্রান্ত। তাছাড়া প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরও রয়েছে এই চুক্তিতে। দ্বিতীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন মনোহর পার্রিকর এবং আরব আমীরাতের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ খালিদ বিন মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। প্রযুক্তিগত উন্নয়ন এবং সাইবার স্পেস সহযোগিতার মতো বিষয় রয়েছে এই চুক্তিতে। গত বছর মে মাসে আরব আমীরাত গিয়েছিলেন পার্রিকর। সেখানেই চুক্তির ব্যাপারে প্রাথমিক কথাবার্তা হয়েছিল। সেবার পারস্পরিক ক্লাসিফায়েড তথ্য হস্তান্তর নিয়েও চুক্তি স্বাক্ষর করেছিলেন পার্রিকর। সূত্র: টিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ