Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থ্রি এম ব্র্যান্ডের উইন্ডো ফিল্ম এনেছে ইস্ট কোস্ট গ্রুপ

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কাঁচের দেয়াল বা বিল্ডিংয়ের জন্য বাংলাদেশের বাজারে থ্রি এম ব্র্যান্ডের উইন্ডো ফিল্ম এনেছে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট কোস্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড। গতকাল রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে কাঁচের দেয়ালের সুরক্ষা, নিরাপত্তা ও টেকসই করার উপায় নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে আমাদের দেশে কাঁচের তৈরি অবকাঠামোর চাহিদা বাড়ছে এর সৌন্দর্যের কারণে। এটা সূর্যের তাপকে অনেক বেশি আকর্ষণ করে এবং ভঙ্গুর প্রবণ। থ্রি এম উইন্ডো ফিল্ম এই অবকাঠামোগুলোকে নিরাপদ ও টেকসই করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। সেমিনারে ইস্ট কোস্ট গ্রুপ তিন ধরনের ফিল্ম বাজারজাতের ঘোষণা দিয়েছে। এগুলো হলোÑ সেফটি অ্যান্ড সিকিউরিটি ফিল্ম, সান কন্ট্রোল (সোলার) ফিল্ম এবং অটোমটিভ ফিল্ম। এই ফিল্মগুলো স্কিন ক্যান্সার ফাউন্ডেশন অ্যান্ড এনার্জি স্টার কর্তৃক অনুমোদিত।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ইস্ট কোস্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদরি রহিম।সেমিনারে থ্রি এম কোম্পানি সম্পর্কে বক্তব্য দেন থ্রি এম রিনিউয়েবল এনার্জি ডিভিশনের ম্যানেজার জিরাওয়ান তেরামুঙক্যালানন এবং এই ফিল্মগুলোর প্রযুক্তিক এবং সুবিধাগুলো তুলে ধরেন সেমিনারের প্রধান বক্তা থ্রি এম এর রিনিউয়েবল এনার্জি ডিভিশনের এনার্জি স্পেশালিস্ট ইউসুফ বি কাসিম। সেমিনারে বাংলাদেশের বিভিন্ন করপোরেট হাউজের প্রতিনিধি, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, বাংলাদেশের উন্নয়ন অংশীদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিখ্যাত স্থপতিবৃন্দ অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ