Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সাথে বিজেএমসির মতবিনিময়

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গতকাল (বুধবার) বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)-এর বোর্ড সভা কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সাথে বিজেএমসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, এমপি। সভায় উপস্থিত ছিলেন বিজেএমসির  চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও ঊর্র্ধ্বতন  কর্মকর্তা।  বিজেএমসির চেয়ারম্যান বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে অভিনন্দন জানান। তিনি অবহিত করেন যে, বিজেএমসি এখন সংকটময় অবস্থা পার করছে, এমন সংকটময় পরিস্থিতি হতে উত্তরণে আপনার সদয় দিকনির্দেশনা কামনা করছি। অতঃপর সভায় একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিজেএমসির সার্বিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা  এবং গৃহীত প্রকল্পসমূহের উপর আলোকপাত করা হয়। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ